Home> বিনোদন
Advertisement

মা হলেন 'ধুম' নায়িকা এষা দেওল

মা হলেন 'ধুম' নায়িকা এষা দেওল

নিজস্ব প্রতিবেদন: দিপাবলির আনন্দের পরই আবার হেমা মালিনি এবং ধর্মেন্দ্রর পরিবারে নতুন খুশির হাওয়া এল। মা হলেন বলিউড অভিনেত্রী এষা দেওল। সোমবার সকালে হিন্দুজা হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিলেন তিনি। জানা গিয়েছে, সন্তান এবং মা দুজনেই এখন সুস্থ রয়েছেন। বাবা হওয়ার খুশিতে নিজের অনুভূতিও ভালো করে প্রকাশ করতে পারছেন না ভরত তখতানি। বললেন, ‘আজ যে ঠিক কতটা খুশি, তা কথায় প্রকাশ করতে পারব না। যখন ও হাসছে, তখন মনে হচ্ছে একেবারে আমার মতো দেখতে হয়েছে ওকে।’

fallbacks

fallbacks

প্রসঙ্গত, কয়েক বছর একে অপরকে ডেটিং করার পর ব্যবসায়ী ভরত তখতানিকে ২০১২-র জুনে বিয়ে করেন হেমা মালিনি কন্যা এষা দেওল। চলতি বছর এপ্রিলে মা হতে চলার সুখবর সবাইকে জানান এষা। অন্তঃসত্ত্বা থাকাকালীন ভক্তদের উদ্দেশ্যে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন ‘ধুম’ নায়িকা।

fallbacks

Read More