Home> বিনোদন
Advertisement

''মাঝরাতেই Surprise পেয়েছি'', জন্মদিনে বললেন Payel Sarkar

জন্মদিন সেলিব্রেশনের কথা জানালেন পায়েল সরকার...

''মাঝরাতেই Surprise পেয়েছি'', জন্মদিনে বললেন Payel Sarkar

নিজস্ব প্রতিবেদন : বাংলা সিনেমা থেকে হিন্দি টেলিভিশন সর্বত্রই ভিন্ন চরিত্রে অভিনয়ে নজর কেড়েছেন। বাংলা সিনেমার মিষ্টি নায়িকা থেকে বোল্ড চরিত্র, সবক্ষেত্রেই নিজের আলাদা ছাপ রেখেছেন তিনি। 'বোঝেনা সে বোঝেনা'র জয়িতা থেকে অনুরাগ বসুর 'লাভ স্টোরি' ধারাবাহিকের 'শ্রুতি', কিংবা আবার ওয়েব দুনিয়ায় 'শব্দ জব্দ'র মত ডার্ক থ্রিলারে অভিনয়, সব চরিত্রেই সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটেছে তাঁর অভিনয়। আজ তাঁর জন্মদিন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। অভিনেত্রী পায়েল সরকারের কথাই বলছিলাম।

উইকিপিডিয়া বলছে ১০ ফেব্রুয়ারি (২০২১) বুধবার নিজের ৩৭ বছরের জন্মদিন সেলিব্রেট করছেন অভিনেত্রী পায়েল সরকার। জন্মদিনটা কীভাবে কাটচ্ছেন পায়েল? Zee ২৪ ঘণ্টা ডিজিটালের তরফে শুভেচ্ছা জানানোর পরই হেসে ফেললেন। পায়েল জানালেন, ''কিচ্ছু করছি না। আমি রাজারহাটে বাবা-মায়ের বাড়িতে যাব। ওখানেই কেক কাটবো। তারপর আমার ফ্যান ক্লাবের কিছু লোকজন আসবে, ওদের সঙ্গেও আরও এক দফা কেক কাটা হবে। পার্টির পরিকল্পনা সেভাবে নেই। এখনও যা পরিস্থিতি বাড়িতে অনেক লোকজন ডেকে পার্টি করা সম্ভব নয়। তাই বন্ধুদের সঙ্গে কোথাও একটি গিয়ে জমিয়ে আড্ডা দেব। এই আর কি, আর কোনও পরিকল্পনা নেই।''

fallbacks

জন্মদিনে নিশ্চয় অনেক উপহার পেয়েছেন? উচ্ছ্বসিত পায়েল জানান, ''হ্যাঁ, প্রচুর ফুল আর কেক এসেছে। গতকাল রাত ১২টার সময় আমার কিছু কাছের বন্ধুরা কেক নিয়ে হাজির হয়, সেটাও আমার কাছে বেশ সারপ্রাইজিং ছিল। আর কিছু স্পেশাল নেই। কাছের বন্ধু আর বাবা-মায়ের সঙ্গে কাটানো, খাওয়াদাওয়া, এটাই আমার জন্মদিন পালন। আর কিছুই নয়।''

সম্প্রতি, রাজা চন্দের 'ম্যাজিক' এ আপনাকে দেখা যাবে। অভিজ্ঞতা কেমন? পায়েলের কথায়, ''ম্যাজিক একেবারেই অন্য ধরনের বিষয় নিয়ে তৈরি একটা ছবি। বাংলাতে এমন বিষয় নিয়ে কাজ হয়েছে বলে আমার তো মনে পড়ছে না। এটা সাইকোলজি নির্ভর একটা গল্প। আর এই ছবিতে আমার চরিত্রটি ভীষণই গুরুত্বপূর্ণ। আশা করছি, সকলের ভালো লাগবে। আর কোন ছবিতে দেখতে পাব? 'সীমান্ত' বলে একটা ছবি করছি। ভারত-বাংলাদেশ সীমান্তের গল্প। আর সমরেশ মজুমদারের গল্প নিয়ে একটা ছবিতেও কাজ করছি। এই দুটো ছবিই খুব শীঘ্রই মুক্তি পাবে। আর বাকি আরও কয়েকটা ছবি আছে। সেগুলো নিয়ে এখনই কিছু বলতে চাই না। আগে ঘোষণা হোক, তারপর। (হাসি)''

Read More