Home> বিনোদন
Advertisement

আইপিএল শেষের পরই না হয়ে জেনে নিন রসেলের সম্পর্কে ৫টি অজানা তথ্য

আইপিএল শেষ। কিন্তু এখনও চোখে লেগে রয়েছে না রসেল রাওয়ের অ্যাঙ্কারিং? গোটা আইপিএলে তাঁকে দেখার পর, এখন যখন তাঁকে মিস করছেন, তখন জেনে নিন, রসেল সম্পর্কে কিছু অজানা তথ্য।

 আইপিএল শেষের পরই না হয়ে জেনে নিন রসেলের সম্পর্কে ৫টি অজানা তথ্য

ওয়েব ডেস্ক: আইপিএল শেষ। কিন্তু এখনও চোখে লেগে রয়েছে না রসেল রাওয়ের অ্যাঙ্কারিং? গোটা আইপিএলে তাঁকে দেখার পর, এখন যখন তাঁকে মিস করছেন, তখন জেনে নিন, রসেল সম্পর্কে কিছু অজানা তথ্য।

১) রসেলের পুরো নাম রসেল মারিয়া রাও। তিনি চেন্নাইয়ের মেয়ে এবং জার্মান বংশোদ্ভূত।

২) ২০১২ সালে রসেল মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় জেতেন।

৩) রসেল ইলেকট্রনিক মিডিয়ায় বিএসসি জিগ্রি করেছেন চেন্নাইয়েরই কলেজ থেকে।

৪) ২০১৪ সালের কিংফিশার ক্যালেন্ডারে রসেলকে দেখা গিয়েছে ফেব্রুয়ারি মাসের পাতায়।

৫) রসেলের দাদা নোয়েল আফগানিস্থানে চাকরি করার সময় মারা যান।

Read More