Home> বিনোদন
Advertisement

বিমানবন্দরে অভিনেত্রীর হাত টেনে চুমু খেয়ে পালাল ফ্যানবয়, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় বিকিনি পরা ছবি পোস্ট করার জন্য সমালোচনার শিকারও হতে হয়েছে Arshi Khan কে

বিমানবন্দরে অভিনেত্রীর হাত টেনে চুমু খেয়ে পালাল ফ্যানবয়, ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিবেদন: এমন তো কথা ছিল না! বিমানবন্দরে পছন্দের নায়িকা আরশি খানের (Arshi Khan) সঙ্গে ফটো তোলার অনুমতি চেয়ে হাত ধরে টেনে চুমু খেয়ে পালালেন এক যুবক। ভাইরাল হল সেই ভিডিও। বলিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী আরশি খান মুম্বই বিমানবন্দরে আর বাকি অভিনেতাদের মতই ফ্যানবয়ের সেলফি তোলার আবদার রাখেন। যুবকের সঙ্গে সেলফিও তোলেন। এরপর কিছুটা সরে দাঁড়ায় সেই যুবক। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আসা মাত্রই হঠাৎ সেই যুবক এসে আরশির হাত টেনে ধরে চুমু খেয়ে বসেন। এর জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না অভিনেত্রী। 'বাদ দাও, এরকমটা হয়েই থাকে', এই কথা বলে বিষয়টি এড়িয়ে যান তিনি। পরে ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে ভাইরাল ভিয়ানি। আর এরপরই ভাইরাল হয়েছে ভিডিও।

আরও পড়ুন: ভামিকাকে কোলে নিয়ে Anushka, ফটোগ্রাফারদের এড়াতে সামনে হাঁটলেন Virat

 

সম্প্রতি বিগবস ১৪ তে গিয়েছেলেন আরশি খান। শো জিততে না পারলেও এরপর আরও জনপ্রিয় হন তিনি। মডেলিং, মিউজিক ভিডিও ছাড়াও কংগ্রেস দলে যোগ দিয়েছিলেন তিনি। পাকিস্তানের ক্রিকেটার শাহিদ আফ্রিদির সঙ্গে নাকি প্রেম করছেন এমন জল্পনাও প্রচুর হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিকিনি পরা ছবি পোস্ট করার জন্য সমালোচনার শিকারও হতে হয়েছে তাঁকে। কিন্তু নিজের ভক্তদের মাঝে বেশ জনপ্রিয় এই অভিনেত্রী।

Read More