Home> বিনোদন
Advertisement

''অঙ্কিতা আপনার চেয়ে অনেক বেশি বিখ্যাত', শিবানী দান্ডেকরকে আক্রমণ নেটিজেনদের

অঙ্কিতা কটাক্ষ করে শিবানী বলেন, ''২ মিনিটে খ্য়াতি (Famous) অর্জন করতে চাইছেন''। জবাব দিলেন নেটিজেনরা

''অঙ্কিতা আপনার চেয়ে অনেক বেশি বিখ্যাত', শিবানী দান্ডেকরকে আক্রমণ নেটিজেনদের

নিজস্ব প্রতিবেদন : রিয়ার চক্রবর্তীর সমর্থনে সুর চড়িয়েছেন, পাশাপাশি অঙ্কিতা লোখান্ডেকেও আক্রমণ করতে ছাড়েননি রিয়ার মডেল, সঞ্চালিকা বন্ধু শিবানী দান্ডেকর। অঙ্কিতা কটাক্ষ করে শিবানী বলেন, ''২ মিনিটে খ্য়াতি (Famous) অর্জন করতে চাইছেন''। অঙ্কিতাকে উদ্দেশ্য় করে শিবানীর এমন মন্তব্যের জবাব দিলেন নেটিজেনরা।

শিবানী দান্ডেকরকে একহাত নিয়ে নেট নাগরিকরা লেখেন '' অঙ্কিতা আপনার থেকে বেশি বিখ্যাত''। নেটিজেনদের কেউ আবার লেখেন, ''ফারহান আখতারের প্রেমিকা' ছাড়া নিজস্ব পরিচয়ে আপনাকে কজন চেনেন?'' কারোর কটাক্ষ, ''অঙ্কিতাকে উদ্দেশ্য় করে টুইট করেছেন শিবানী দান্ডেকর, আর টুইটারে ট্রেন্ড করছেন ফারহান আখতার, এই তো আপনার পরিচয়''। এভাবেই উঠে এসেছে নানান মন্তব্য।

আরও পড়ুন-BMC-র বুলডোজারে ভেঙে চুরমার অফিস, পরিদর্শনে গিয়ে কেঁদে ফেললেন কঙ্গনা!

fallbacks

fallbacks

সম্প্রতি সুশান্ত মামলায়, মাদককাণ্ডে গ্রেফতার করা হয়েছে রিয়া চক্রবর্তী। আদালত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে। আর এরপরেই রিয়ার উদ্দেশ্যে অঙ্কিতা প্রশ্ন করেছিলেন, 'যে অবসাদে ছিল, তাকে কীভাবে মাদক দিতে? এ কীরকম ভালবাসা!' অঙ্কিতার এই মন্তব্যের প্রতিবাদে শিবানী দান্ডেকর লিখেছিলেন, ''পিতৃতন্ত্রের এই রাজকন্য়া, যিনি সুশান্তের সমস্য়াগুলোর সঙ্গে মোকাবিলা করেননি, তিনি এখন ২ মিনিটে খ্য়াতি অর্জন করতে চাইছেন। রিয়ার এই পরিণতির জন্য় ইনিও কোনও অংশে কম দায়ী নন। অনেক হয়েছে অঙ্কিতা! তোমার মতো হৃদয়ে এত ঘৃণা কেউ রাখেনি।''

আরও পড়ুন-মাদক পাচারে অভিযুক্ত তরুণীর জেল, রিয়ার অতীত টুইট খুঁজে বের করলেন নেটিজেনরা

fallbacks

আর অঙ্কিতার উদ্দেশ্যে শিবানীর এই ২ মিনিটে খ্য়াতি অর্জন করার মন্তব্য় হজম করতে পারেননি নেটিজেনরা। অঙ্কিতার হয়ে পাল্টা সরব হয়েছেন তাঁরা।

আরও পড়ুন-নির্মাণ নিয়ম মেনে প্রমাণ হলে, কঙ্গনার অফিস বানাতে হবে BMC-কে! পরবর্তী শুনানি ২২ সেপ্টেম্বর

Read More