Home> বিনোদন
Advertisement

কঙ্গনার পর মণীশ মালহোত্রার অফিস, বলিউডের ফ্য়াশন ডিজাইনারকে নোটিস বিএমসির

মুখ খোলেন ডিজাইনারের ম্যানেজার 

কঙ্গনার পর মণীশ মালহোত্রার অফিস, বলিউডের ফ্য়াশন ডিজাইনারকে নোটিস বিএমসির

নিজস্ব প্রতিবেদন: ​কঙ্গনা রানাউতের পর এবার মণীশ মালহোত্রা। বেআইনি নির্মাণের অভিযোগে এবার বিএমসির নজরে বলিউডের এই প্রথম সারির ফ্য়াশন ডিজাইনার। মুম্বইয়ের পালি হিলে কঙ্গনার অফিসের পাশেই রয়েছে মণীশ মালহোত্রার শোরুম। বিনা অনুমতিতে ওই শোরুম তৈরি করে তা বাড়ানো হয়েছে বলে অভিযোগ বিএমসির। 

পালি হিলের নার্গিস দত্ত রোডে মণীশ মালহোত্রার যে শোরুম রয়েছে, সেখানে কাজ বন্ধ করতে হবে বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, কঙ্গনা রানাউতের অফিসকে নির্মাণ বন্ধ করতে হবে বলে যখন নোটিস পাঠানো হয়, সেই সময়ই মণীশ মালহোত্রাকেও পাঠানো হয় নোটিস। এমনই দাবি করা হয়েছে বিএমসির তরফে।

আরও পড়ুন : রিয়ার সঙ্গে যা হচ্ছে, তা অত্যন্ত 'লজ্জাজনক', ফুঁসে উঠলেন স্বরা

মণীশ মালহোত্রাকে নোটিস পাঠানো হয়েছে, ওই খবর প্রকাশ্যে আসার পর মুখ খোলেন ডিজাইনারের ম্যানেজার। তিনি বলেন, গত ১৫ বছর ধরে পালি হিলে মণীশ মালহোত্রার ওই শোরুম রয়েছে। ওই নির্মাণে বিএমসির যদি কোনও আপত্তি থাকে, তাহলে তাঁদের সে বিষয়ে জানাতে হবে। বিএমসির সঙ্গে তাঁরা সম্পূর্ণভাবে সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান মণীশ মালহোত্রার ম্যানেজার।

Read More