অর্ণবাংশু নিয়োগী: পরিচালক বিদুলা ভট্টাচার্যর (Bidula Bhattacharya) কাজে কোনরকম বাধাদান করতে পারবে না ফেডারেশন (Federation), বৃহস্পতিবার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। পরবর্তী শুনানি ৩ এপ্রিল। ফেডারেশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হন একদা রাজ চক্রবর্তীর সহকারী পরিচালক বিদুলা ভট্টাচার্য। কাজের সুস্থ পরিবেশ ফেরানোর ব্যবস্থা করুক রাজ্য, এই আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হন পরিচালক। অবশেষে এই মামলায় ফেডারেশনের হস্তক্ষেপ বন্ধের নির্দেশ দিল আদালত।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
ফেডারেশনের কিছু অলিখিত সিদ্ধান্ত এবং স্বেচ্ছাচারিতার জন্য কাজের সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে, এমনই অভিযোগ আনা হয়েছিল মামলায়। বিগত বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় অস্থিরতা চলছে। বৈঠক করেও সমস্যার সুরাহা না হওয়ায় এবার ফেডারেশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ নিয়ে মাসখানেক আগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিদুলা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেও মেটেনি ঝামেলা।
বিচারপতি অমৃতা সিনহার এজলাসে দায়ের হয়েছিল এই মামলা। ভট্টাচার্য। কাজের সুস্থ পরিবেশ ফেরানোর ব্যবস্থা করুক রাজ্য, এই আবেদন নিয়ে আদালতে গিয়েছিলেন পরিচালক বিদুলা। তবে এরই মাঝে ফাটল ধরেছে ডিরেক্টরস গিল্ডে। অনেকেই ফিরে গিয়েছেন পুরনো ডিরেক্টরস গিল্ডে। তবে আদালতের এই নির্দেশে খুশি বিদুলা।
বৃহস্পতিবার বিচারপতি সরকারি আইনজীবীর কাছে জানতে চান, কেন পরিচালকদের আনা অভিযোগ রাজ্য সরকার খতিয়ে দেখেননি। যদিও সরকারি আইনজীবীর কাছে এর কোনও সদুত্তর ছিল না। তিনি জানান, এবষয়ে রাজ্য সরকারের তরফে কোনও পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়নি। তিনি আগামী শুনানির দিন এই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবেন। যদিও ফেডারেশনের সভাপতি এদিন আদালতে উপস্থিত ছিলেন না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)