Home> বিনোদন
Advertisement

প্রয়াত Mandira Bedi-র স্বামী, পরিচালক Raj Kaushal

 প্রয়াত অভিনেতা মন্দিরা বেদীর স্বামী ও পরিচালক রাজ কৌশল। 

প্রয়াত Mandira Bedi-র স্বামী, পরিচালক Raj Kaushal

নিজস্ব প্রতিবেদন:  প্রয়াত অভিনেতা মন্দিরা বেদীর স্বামী ও পরিচালক রাজ কৌশল। পরিচালক অনির টুইট করে জানান এই খবর। সোশ্যাল মিডিয়ায় এদিন অনির লেখেন, ''খুব তাড়াতাড়ি চলে গেলে। আজ সকালে পরিচালক ও প্রযোজক রাজ কৌশলকে হারালাম আমরা। খুব দুঃখজনক। আমার প্রথম ছবি মাই ব্রাদার নিখিল-এর প্রযোজক ছিলেন তিনি। হাতে গোনা সেই কয়েকজনের মধ্যে একজন যিনি আমার দৃষ্টিভঙ্গিকে বিশ্বাস করেছিলেন, পাশে ছিলেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।''

বুধবার ভোর ৪.৩০ নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। রেখে গেলে স্ত্রী মন্দিরা বেদী, ছেলে বীর ও মেয়ে তারাকে। লেখক-পরিচালক-প্রযোজক মোট তিনটি ছবি করেছেন নিজের কেরিয়ারে। প্যার ম্যায় কভি কভি, শাদি কা লাড্ডু এবং অ্যান্থনি কৌন হ্যায়- ছবির পরিচালনা করেন রাজ কৌশল। 

আরও পড়ুন, শ্যাম বেনেগালের শেখ মুজিবুর রহমানের বায়োপিক 'বঙ্গবন্ধু' শুটিং শেষের পথে

একজন কপিরাইটার হিসাবে নিজের পথচলা শুরু করেছিলেন রাজ। পরবর্তীতে মুকুল আনন্দ, সুভাষ ঘাইয়ের ত্রিমূর্তি-র মতো ছবিতে সহকারী হিসাবেও কাজ করেছিলেন। ১৯৯৮ সালে নিজের বিজ্ঞাপন সংস্থা শুরু করেন এবং প্রায় ৮০০টির উপরে কর্মাশিয়াল পরিচালনা করেছেন। রাজ কৌশলের মৃত্যুতে শোকাহত মুম্বইয় ফিল্ম ইন্ডাস্ট্রি।  

Read More