Home> বিনোদন
Advertisement

জগগা জাসুসের ফার্স্ট লুক পোস্টারেই হিট 'মিষ্টি' রণবীর

কনেন্ট আর কাস্টিংয়ের জন্য অনুরাগ বসুর জগগা জাসুস গত ২-৩ মাস ধরেই পেজ থ্রির হেডলাইন। ২০১৪ সালে একটাও সিনেমাতে দেখা যায়নি রণবীর কাপুরকে। জগগা জাসুস-এর হাত ধরে ২০১৫ সাল কাঁপাতে প্রস্তুত তিনি। এই সিনেমায় এক টিনএজার গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে রণবীরকে।

জগগা জাসুসের ফার্স্ট লুক পোস্টারেই হিট  'মিষ্টি' রণবীর

ওয়েব ডেস্ক: কনেন্ট আর কাস্টিংয়ের জন্য অনুরাগ বসুর জগগা জাসুস গত ২-৩ মাস ধরেই পেজ থ্রির হেডলাইন। ২০১৪ সালে একটাও সিনেমাতে দেখা যায়নি রণবীর কাপুরকে। জগগা জাসুস-এর হাত ধরে ২০১৫ সাল কাঁপাতে প্রস্তুত তিনি। এই সিনেমায় এক টিনএজার গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে রণবীরকে।

শুক্রবার এই ছবির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করল ইউ টিভি মোশন পিকচর। সামনে এল এই সিনেমায় রণবীরের লুকের এক ঝলক। চশমা চোখে রণবীরকে দারুণ মিষ্টি দেখাচ্ছে এই পোস্টারে। ক্যাটরিনা কাইফ জগগা জাসুসে রণবীরের অ্যাসিসটেন্টের ভূমিকায় অভিনয় করেছেন। অনুরাগের নয়া সিনেমা ১৯ থেকে ৪০ বছর অবধি এক গোয়েন্দার চলার পথ নিয়ে তৈরি। অনেকে একে টিনটিনের বলিউডি অবতার বলেও মনে করছেন।

 

 

Read More