ওয়েব ডেস্ক: এই ছবি দিয়ে বলিউডে ফিরছেন ঐশ্বর্য্য রাই বচ্চন। ট্রেলর মুক্তির পর থেকেই তাই আলোচনায় জযবা। এবার ছবির প্রথম গান বন্দেয়া রিলিজ করলেন পরিচালক সঞ্জয় গুপ্তা।
সঙ্গীত পরিচালক আমজাদ-নদিমের সুরে গান গেয়েছেন জুবিন। গানের দৃশ্যে কালো পোশাকে ঐশ্বর্য্যর একাকীত্ব ফুটে উঠেছে। এদিন টুইটারে গান প্রকাশ করেন সঞ্জয়।
#BANDEYAA It was a lovely launch yesterday. Very well done Team Zee. http://t.co/WyhpDunlg6
— Sanjay Gupta (@_SanjayGupta) September 8, 2015
ঐশ্বর্য্যর সঙ্গে ছবিতে রয়েছেন ইরফান খান, শাবানা আজমি, জ্যাকি শ্রফ, অতুল কুলকার্নি।
Such a blessed feeling to wake up to all the love, praise & euphoria for our labour of love #BANDEYAA from #JAZBAA. http://t.co/WyhpDunlg6
— Sanjay Gupta (@_SanjayGupta) September 8, 2015
আগামী ৯ অক্টোবর মুক্তি পাচ্ছে জযবা।