Home> বিনোদন
Advertisement

বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল ক্যাটের 'ফিত্তুর'

অনেক প্রচার,চুম্বনের দৃশ্য, ক্যাটরিনা কাইফ-টাব্বুর উপস্থিতও ফ্লপ হওয়া থেকে বাঁচাতে পারল না অভিষেক কাপুর পরিচালিত 'ফিত্তুর'-কে। প্রেম দিবসের সপ্তাহে মুক্তি পাওয়া অন্য একটি ছবি 'সনম রে'-এর কাছে কার্যত গোল খেয়ে গেল 'ফিত্তুর'। মুক্তির পর প্রথম তিন দিনে ক্যাট-আদিত্য রায়কাপুরের এই সিনেমা ব্যবসা করেছে ১৪.১১ কোটি টাকা। তবে রিলিজের দিনের চেয়ে রবিবার ভ্যালেনটাইন্স ডে-তে বেশি টাকার ব্যবসা করেছে 'ফিত্তুর'। কিন্তু এটা পরিষ্কার, ক্যাটের কেরিয়ারে ফ্লপের খাতায় আরও একটা সিনেমা যোগ হতে চলেছে।

বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল ক্যাটের 'ফিত্তুর'

ওয়েব ডেস্ক: অনেক প্রচার,চুম্বনের দৃশ্য, ক্যাটরিনা কাইফ-টাব্বুর উপস্থিতও ফ্লপ হওয়া থেকে বাঁচাতে পারল না অভিষেক কাপুর পরিচালিত 'ফিত্তুর'-কে। প্রেম দিবসের সপ্তাহে মুক্তি পাওয়া অন্য একটি ছবি 'সনম রে'-এর কাছে কার্যত গোল খেয়ে গেল 'ফিত্তুর'। মুক্তির পর প্রথম তিন দিনে ক্যাট-আদিত্য রায়কাপুরের এই সিনেমা ব্যবসা করেছে ১৪.১১ কোটি টাকা। তবে রিলিজের দিনের চেয়ে রবিবার ভ্যালেনটাইন্স ডে-তে বেশি টাকার ব্যবসা করেছে 'ফিত্তুর'। কিন্তু এটা পরিষ্কার, ক্যাটের কেরিয়ারে ফ্লপের খাতায় আরও একটা সিনেমা যোগ হতে চলেছে।

 

'ফিত্তুর' যখন খরচের খাতায় তখন দিব্যা ঘোষলার নতুনদের নিয়ে বাজিমাত করলেন 'সনম রে' সিনেমায়। পুলকিত সম্রাট, ইয়ামি গৌতম, উর্বশী রাউতেলার 'সনম রে' তিন দিনে ব্যবসা করেছে ১৭.০৫কোটি টাকা। ছবির বাজেট, প্রচারের দিক থেকে 'ফিত্তুরে'র থেকে 'সনম রে' অনেকটাই পিছিয়ে ছিল। কিন্তু ভাল গল্প,গানের সুবাদে দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে এই সিনেমা।

চার্লস ডিকেন্সের উপন্যাস 'গ্রেট এক্সপেকটেশন' অবলম্বনে সিনেমাটি তৈরি হওয়া 'ফিত্তুর' সিনেমায় ক্যাটরিনা ও আদিত্য অভিনীত চরিত্রগুলোর নাম ফিরদৌস ও নুর। '

About the Author
authorPic
Read More