Home> বিনোদন
Advertisement

অভিনয় নয়, দূরদর্শনে সঞ্চলকের ভূমিকায় শাহরুখকে এভাবে কখনও দেখেছেন?

দূরদর্শনে আরও একটি বিশেষ ভূমিকায় কাজ করেছিলেন শাহরুখ। সেটা কী জানেন?

অভিনয় নয়, দূরদর্শনে সঞ্চলকের ভূমিকায় শাহরুখকে এভাবে কখনও দেখেছেন?

নিজস্ব প্রতিবেদন: আজ তিনি বলিউডের বেতাজ বাদশা। বহু মহিলার স্বপ্নের নায়ক তিনি। তবে শাহরুখের কেরিয়ারের শুরুটা হয়েছিল দূরদর্শনের মাধ্যমেই। একথা অনেকেই জানেন। শাহরুখের দূরদর্শনের কেরিয়ার বলতে সকলে জানেন টিভি ধারাবাহিক 'ফৌজি' ও 'সার্কাস' এ শাহরুখের অভিনয়ের কথা। তবে টিভি ধারাবাহিকে অভিনয় ছাড়াও দূরদর্শনে আরও একটি বিশেষ ভূমিকায় কাজ করেছিলেন শাহরুখ। সেটা কী জানেন?

দূরদর্শনে সঞ্চলক হিসাবেও কাজ করেছেন শাহরুখ। বহুদিন আগে দূরদর্শনের একটি গানের অনুষ্ঠানে এক মহিলার সঙ্গে সঞ্চলকের ভূমিকায় দেখা গিয়েছিল শাহরুখকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পুরনো সেই ভিডিয়ো। সেই গানে অনুষ্ঠানে কুমার শানুর সঙ্গে সকলের আলাপ করিয়ে দিয়েছেন শাহরুখ। অনুষ্ঠানে সঞ্চালিকা কুমার শানুর কথা বললে শাহরুখ বলেন, 'ও কুমার শানু, যিনি কিনা কিশোর কুমারের মত গান করেন?' মহিলা সঞ্চালিকা আবশ্য শাহরুখের সেই ভুল ভেঙে দিয়েছেন। তিনি শাহরুখের কথার পাল্টা জবাবে বলেছেন, কুমার শানুর গলা কিশোর কুমারজির সঙ্গে মেলে ঠিকই তবে তাঁর একটা অন্য গায়কি, নিজস্ব ভঙ্গী রয়েছে।

আরও পড়ুন-দুর্গাপুজো ২০১৯: মা তনুজা ও বোন তনিশাকে নিয়ে উৎসবে মাতলেন কাজল

প্রসঙ্গত, জিরোর পর এই মুহূর্তে শাহরুখ ভক্তরা তাঁর পরবর্তী ছবির অপেক্ষায় রয়েছেন। 

আরও পড়ুন-কোন ছবির হাত ধরে ফের পর্দায় ফিরছেন? খোলসা করলেন শাহরুখ

Read More