Home> বিনোদন
Advertisement

সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে এবারও আসছেন বাপ্পা, কীভাবে জানেন?

সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে এবারও আসছেন বাপ্পা, কীভাবে জানেন?

ওয়েব ডেস্ক: দীর্ঘ এক দশকের গণেশ পুজোর প্রথায় ছেদ পড়েছে এবারই। সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে এবছর হচ্ছে না গণপতির আরাধনা। বোন অর্পিতার নতুন বাংলোয় উৎসবে সামিল হয়েছে খান পরিবার। ‌বাপ্পার টানে ‘টাইগার জিন্দা হ্যায়’-র শ্যুটিং থেকে বিরতি নিয়ে দেশে ফিরেছেন সল্লু ভাই। ‌যোগ দিয়েছেন গণেশের আরাধনায়। বাপ্পার পদধূলি থেকে একেবারেই বঞ্চিত হচ্ছে না খান পরিবার।   

পুজো না হলেও বিসর্জন অনুষ্ঠান হবে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। কেন গ্যালাক্সিতে গণপতিকে আনলেন না সলমন? ভাইজানের ভগ্নিপতি জানিয়েছেন, পুজো উপলক্ষে বহু অতিথি আসেন। নিঃশ্বাস নেওয়ার সময় পান না সলমনের বাবা-মা।

গতবছরই গ্যালাক্সি থেকে গণেশ পুজো অন্যত্র রিয়ে নিয়ে ‌যাওয়ার কথা চলছিল। সম্প্রতি নতুন বাংলো কিনেছেন আয়ুষ-অর্পিতা। সেখানেই সরিয়ে নিয়ে ‌যাওয়া হয় পুজো। ১৪ বছর ধরে খান পরিবার গণেশ পুজো করে আসছে। অর্পিতার কথায়,”আমার নতুন বাড়িতে গণপতি বাপ্পা আসায় নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।গ্যালাক্সি গার্ডেনে বিসর্জন অনুষ্ঠান হবে। চিরকালই বাপ্পার কৃপা পেয়েছে আমাদের পরিবার।” 

আরও পড়ুন, গণপতি আরাধনায় মেতে উঠল গোটা বলিউড, দেখুন

 

Read More