Home> বিনোদন
Advertisement

দেবের 'পাসওয়ার্ড' দেখে ফেললেন রাজ্যপাল

সেখানে বসেই স্পেশাল স্ক্রিনিংয়ে দেখে ফেলেন গোটা ছবিটি।

দেবের 'পাসওয়ার্ড' দেখে ফেললেন রাজ্যপাল

নিজস্ব প্রতিবেদন: দেব-রুক্মিণী, পাওলি-পরমব্রতর ছবি 'পাসওয়ার্ড' দেখলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শনিবার পাসওয়ার্ড দেখতে সোজা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের অফিসে হাজির হন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানে বসেই স্পেশাল স্ক্রিনিংয়ে দেখে ফেলেন গোটা ছবিটি।

রাজ্যপালের পাসওয়ার্ড দেখার কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দেব ও রুক্মিণী। ছবি পোস্ট করে ক্যাপশানে দেব লেখেন, ''এটা আমার কাছে সম্মানের ও গর্বের যে রাজ্যপাল জগদীপ ধনখড় 'পাসওয়ার্ড'-এর স্কেশাল স্ক্রিনিংয়ে ছবিটি দেখলেন। এটাই প্রথম বাংলা ছবি যেটা রাজ্যপাল দেখলেন। ছবিটি ওনাকে দেখাতে পেরে আমি কৃতজ্ঞ।''

আরও পড়ুন-ভিডিয়ো: মহাসপ্তমীর পুজো অঞ্জলি দিতে গিয়ে কেঁদে ভাসাল সুদীপার ছেলে আদিদেব

fallbacks

fallbacks

রাজ্যপাল জগদীপ ধনখড়ের 'পাসওয়ার্ড'-এর স্ক্রিনিংয়ে হাজির হওয়ার কথা টুইট করে জানিয়েছেন রুক্মিণী মৈত্রও।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর মুক্তি পায় দেব-রুক্মিণী, পাওলি-পরমব্রত অভিনীত ছবি 'পাসওয়ার্ড' ছবিটি দেখে ইতিমধ্যেই প্রশংসা করেছেন সিনেমাপ্রেমীরা। ডার্ক ওয়েবকে বিষয় করে তৈরি হয়েছে এই ছবি। যা বাংলা ছবির ইতিহাসে এই প্রথম।

আরও পড়ুন-মল্লিক বাড়ির পুজোয় হাজির কোয়েল, পোস্ট করলেন ভিডিয়ো

Read More