Home> বিনোদন
Advertisement

Govinda Got Death Threat: 'বাড়ির বাইরে বন্দুক হাতে লোক ঘুরত, মেরেই ফেলত...', বলিউডে ষড়যন্ত্রের শিকার 'বহিরাগত' গোবিন্দা!

Govinda on Bollywood: চলতি মাসের শুরুতে স্ত্রী সুনীতার সঙ্গে বিচ্ছেদ নিয়ে জোর চর্চায় উঠে আসেন গোবিন্দা। এবার বলিউডের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেতা। গোবিন্দার দাবি, তাঁকে মেরে ফেলার জোর পরিকল্পনা করেছিল তাঁরই ইন্ডাস্ট্রি। অভিনেতার দাবি, 'এরা সবাই শিক্ষিত মানুষ, আর আমি একজন অশিক্ষিত বহিরাগত, ওদের জায়গায় ঢুকে পড়েছি। তাই তারা আমার সঙ্গে খেলা শুরু করেছে'। 

Govinda Got Death Threat: 'বাড়ির বাইরে বন্দুক হাতে লোক ঘুরত, মেরেই ফেলত...', বলিউডে ষড়যন্ত্রের শিকার 'বহিরাগত' গোবিন্দা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাম্প্রতিক সময়ে স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের জেরে খবরের শিরোনামে গোবিন্দা (Govinda)। এবার ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন অভিনেতা। গোবিন্দা জানান, বলিউডে (Bollywood) তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়। সম্প্রতি অভিনেতা মুকেশ খান্নার ইউটিউব চ্যানেলের এক সাক্ষাৎকারে বিস্ফোরক কিছু ঘটনা তুলে ধরেন গোবিন্দা।

আরও পড়ুন- Shah Rukh-Salman Death Prediction: মারণ রোগে আক্রান্ত সলমান! ৬৭তেই প্রাণ হারাবেন শাহরুখ, জ্যোতিষীর গণনায় তুলকালাম নেটপাড়ায়...

কেন রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে গোবিন্দা দাবি করেন, বলিউডের লোকেরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তিনি বলেন, ‘আমি একটা লম্বা সময় অসম্মানিত হই এবং এটা পুরোটাই ছিল পূর্বপরিকল্পিত। ওরা আমাকে ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দিতে চেয়েছিল। এরা সবাই শিক্ষিত মানুষ, আর আমি একজন অশিক্ষিত বহিরাগত, ওদের জায়গায় ঢুকে পড়েছি। তাই তারা আমার সঙ্গে খেলা শুরু করেছে'। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

গোবিন্দা আরও বলেন, 'আমি তাদের নাম নিতে পারি না, কারণ এই ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্যই তো, আমি এখনও বেঁচে আছি। যখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়, তখন আমার প্রাণনাশের চেষ্টাও শুরু হয়। অনেকে আমার বাড়ির বাইরে বন্দুক নিয়ে ধরা পড়েছিল এবং আমাকে হত্যা করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করা হচ্ছিল। এসব ষড়যন্ত্রের পর আমার স্বভাব বদলে গেল। ভাবলাম, রাজনীতি করি বা না করি, বর্তমানে এরকমই অবস্থা চারদিকের।’

আরও পড়ুন- IIFA awards 2025: ‘লাপাতা লেডিস’-এর ঝুলিতে ১০ অ্যাওয়ার্ড, কার্তিক-নিতাংশীর জয় ঘিরে বিতর্ক...

প্রসঙ্গত, সম্প্রতি একটি ছবির কাজ শুরু করছেন গোবিন্দা। এদিকে চলতি মাসের শুরুতে স্ত্রী সুনীতার সঙ্গে বিচ্ছেদ নিয়ে জোর চর্চায় উঠে আসেন। তবে পরবর্তীতে দু'জনেই এটিকে মিথ্যা বলে দাবি করেন। শোনা গিয়েছিল এক মারাঠী অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন গোবিন্দা আর তার জেরেই সুনীতা বিবাহ বিচ্ছেদের মামলা করেন। তবে পরবর্তীতে সেই সব ঘটনা মিথ্যে বলে দাবি করেন গোবিন্দার স্ত্রী ও তিনি জানান যে কেউ তাঁর ও গোবিন্দার মাঝে আসতে পারবে না। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More