Home> বিনোদন
Advertisement

সমাজের নানা ক্ষেত্রের নারীর লড়াইকে কুর্নিশ 'গুলদস্তা'র

বাস্তব জীবনের 'গুলদস্তা'দের সম্মানিত করল রূপ প্রোডাকশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট। 

সমাজের নানা ক্ষেত্রের নারীর লড়াইকে কুর্নিশ 'গুলদস্তা'র

নিজস্ব প্রতিবেদন: কথায় আছে নারীদের আলাদা করে কোনও দিন হয় না। তবু বছরের একটা দিন আসে, স্মরণ করিয়ে দিতে 'নারী তুমি অর্ধেক আকাশ'।  অর্জুন দত্তের আসন্ন ছবি 'গুলদস্তা'র প্রোমোশনে নারী দিবস  উদযাপন করল প্রযোজনা সংস্থা রূপ প্রোডাকশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট।

সিম পার্ক মলের অনুষ্ঠানে হাজির ছিলেন 'গুলদস্তা'র কলাকুশলীরা। ছবির গায়িকা শাওনি, সংগীত পরিচালক সৌম্য ঋত, অনুভব কাঞ্জিলাল, ঈশান মজুমদার, অনুরাধা মুখোপাধ্যায়-সহ অনেকেই।

বাস্তব জীবনের 'গুলদস্তা'দের সম্মানিত করল রূপ প্রোডাকশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট। আদিবাসী সম্প্রদায়ের মুখ চন্দনা জানালেন, তাঁর অঞ্চলের প্রতিবন্ধকতা। কীভাবে শুধুমাত্র চাষাবাদের উপরেই নির্ভর করে দিন গুজরান করতে হয় প্রান্তিক মানুষদের। তাঁকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন রূপ প্রোডাকশন অ্যান্ড এন্টারটেইনমেন্টের কর্ণধার অঙ্কিত দাস। 

fallbacks

আমরা রাস্তাঘাটে বেরোলেই শুনতে পাই একটা 'নারী কণ্ঠ'। ট্রাফিক সিগন্যালে তাঁর কণ্ঠে সতর্কবার্তা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে উঠেছে শ্রবণযন্ত্র। বিগত অনেক বছর ধরেই এই কাজ করছেন বাচিক শিল্পী অন্তরা দাস। অনুষ্ঠানে এসে তিনিও শোনালেন নারীদের কথা। সবমিলিয়ে এদিন অর্জুন দত্তের ছবি 'গুলদস্তা'র প্রোমোশন মন ছুঁয়ে নেওয়ার মতো।    

fallbacks

পরিচালক অর্জুন দত্তের প্রথম ছবি 'অব্যক্ত'।  'গুলদস্তা'য় দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়, দেবযানী চট্টোপাধ্যায় ও অর্পিতা চট্টোপাধ্যায়কে। শ্রীরূপা, রেণু ও ডলি, এই তিন মহিলার জীবন ও যাত্রাপথেরই গল্প বলছে অর্জুন দত্তর ছবি। 

ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন সুপ্রতীম ভোলে, সঙ্গীত পরিচালনার দায়িত্বে সৌম্যঋত। আগামী ২৪শে এপ্রিল মুক্তি পাচ্ছে 'গুলদস্তা'।

আরও পড়ুন- ভাড়া বাড়িতে থাকতেন, নিজের শহরে এবার বাংলো কিনলেন নেহা কক্কর

Read More