Home> বিনোদন
Advertisement

জন্মদিনে করণ, ক্যাটরিনা, আলিয়া থেকে সোনম, দেখুন কে কী লিখলেন?

২৫ মে শুক্রবার নিজের ৪৬ বছরের জন্মদিন সেলিব্রেট করছেন বলিউডের পরিচালক প্রযোজক করণ জোহর। শুধু পরিচালক, প্রযোজক হিসাবেই নয়, বন্ধু, মেন্টর হিসাবেও বি-টাউনে অনেকের কাছে বেশ জনপ্রিয় করণ জোহর। আলিয়া ভাট থেকে শ্রীদেবী কন্যা জাহ্নবী, বলিউডে অনেকেরই ডেবিউ করিয়েছেন করণ। শুধু তাই নয়, শাহরুখ, কাজল, রানি সহ আরও অনেকের সঙ্গেই করণের বন্ধুত্ব বেশ ঘনিষ্ঠ। আজ করণের ৪৬ বছরের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।

জন্মদিনে করণ, ক্যাটরিনা, আলিয়া থেকে সোনম, দেখুন কে কী লিখলেন?

নিজস্ব প্রতিবেদন: ২৫ মে শুক্রবার নিজের ৪৬ বছরের জন্মদিন সেলিব্রেট করছেন বলিউডের পরিচালক প্রযোজক করণ জোহর। শুধু পরিচালক, প্রযোজক হিসাবেই নয়, বন্ধু, মেন্টর হিসাবেও বি-টাউনে অনেকের কাছে বেশ জনপ্রিয় করণ জোহর। আলিয়া ভাট থেকে শ্রীদেবী কন্যা জাহ্নবী, বলিউডে অনেকেরই ডেবিউ করিয়েছেন করণ। শুধু তাই নয়, শাহরুখ, কাজল, রানি সহ আরও অনেকের সঙ্গেই করণের বন্ধুত্ব বেশ ঘনিষ্ঠ। আজ করণের ৪৬ বছরের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।

করণকে শুভেচ্ছা জানিয়েছেন সোনম কাপুর...

 

করণকে শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া ভাট, তাঁকে বাবা, বন্ধু ও শিক্ষক হিসাবে উল্লেখ করেছেন আলিয়া।

 

 

করণকে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক, অনুষ্কা, ক্যাটরিনা, পরিণীতি, হৃত্বিক, ফারহা, মাধুরী, অনিল কাপুর সহ আরও অনেকেই। দেখুন কে কী লিখেছেন...

 

 

 

 

 

 

 

 

আরও পড়ুন-জাতীয় পুরস্কার পেলে তাঁর আর কাজ জোটে না, বিশ্বাস ববের

Read More