Home> বিনোদন
Advertisement

উত্তরপ্রদেশে নৃশংস গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের কঠিন শাস্তি দাবিতে সরব অনুষ্কা

বিরাটের পর সরব হন অনুষ্কাও

উত্তরপ্রদেশে নৃশংস গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের কঠিন শাস্তি দাবিতে সরব অনুষ্কা

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের হাথরাসে গণধর্ষণ নিয়ে গর্জে উঠতে শুরু করেছে গোটা দেশ। সাধারণ মানুষের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের সেলেবরাও মুখ খুলতে শুরু করেছেন। অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত, ফারহান আখতারের পর এবার হাথরাসের গণধর্ষণ নিয়ে মুখ খুললেন অনুষ্কা শর্মা।

আরও পড়ুন : টলিউডে ফের থাবা বসাল করোনা, কোভিডে আক্রান্ত অভিনেতা সোহম চক্রবর্তী

নিজের সোশ্যাল হ্যান্ডেলে স্টেটাস শেয়ার করে হাথরাস গণধর্ষণের বিরুদ্ধে মুখ খোলেন বলিউডের এই অভিনেত্রী। তিনি বলেন, হাথরাসের গণধর্ষণের নৃশংস ঘটনায় তিনি ভেঙে পড়েছেন। যারা এই ধরনের নৃশংস ঘটনার সঙ্গে যুক্ত তাদের কঠিন শাস্তি হোক বলে দাবি করেন বিরাট-ঘরণী। প্রসঙ্গত, অনুষ্কা শর্মার পাশাপাশি বিরাট কোহলিও হাথরাসের গণধর্ষণের ঘটনা নিয়ে সরব হয়েছেন।

fallbacks

গত ১৪ সেপ্টেম্বর যোগী রাজ্যে গণধর্ষণের মতো নৃশংস ঘটনার মুখে পড়েন বছর ১৯-এর এক তরুণী। পুলিস সূত্রে জানা যায়, গণধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করার চেষ্টা হয় ১৯ বছরের ওই তরুণীকে। সেই সময় তাঁর জিভের একাধিক জায়গা কেটে যায়। তাঁর দুটি পা ও একটি হাতে কোনও সাড় ছিল না বলে জানায় আলিগড়ের হাসপাতাল। গণধর্ষণের পর হাসপাতালে ভর্তি করে চিকিতসা শুরু করা হয়। যদিও শেষ রক্ষা হয়নি। টানা কয়েকদিনের টানা লড়াইয়ের পর অবশেষে মঙ্গলবার মৃত্যু হয় ওই তরুণীর।

Read More