Home> বিনোদন
Advertisement

ধর্ষকদের উপযুক্ত শাস্তি দেবেন যোগী, আদিত্যনাথের উপর পূর্ণ আস্থা কঙ্গনার

হাথরাসের গণধর্ষণ নিয়ে ফুঁসে উঠতে শুরু করেছে গোটা দেশ 

ধর্ষকদের উপযুক্ত শাস্তি দেবেন যোগী, আদিত্যনাথের উপর পূর্ণ আস্থা কঙ্গনার

নিজস্ব প্রতিনিধি: ​উত্তরপ্রদেশের হাথরাসে গণধর্ষণের পর তরুণীর মৃত্যু নিয়ে ফুঁসে উঠতে শুরু করেছে গোটা দেশ। সাধারণ মানুষের পাশাপাশি বলিউড সেলেবরাও মুখ খুলতে শুরু করেছেন উত্তরপ্রদেশের ওই নৃশংস ঘটনা নিয়ে। মঙ্গলবার হাথরাসের ওই দলিত তরুণীর মৃত্যুর পর ধর্ষকদের প্রকাশ্যে গুলি করে মেরে ফেলা হোক বলে দাবি করেন কঙ্গনা। 

fallbacks

মঙ্গলবারের পর বুধবারও হাথরাসের নির্যাতিতা তরুণীর অপরাধীদের শাস্তির দাবিতে সরব হলেন কঙ্গনা। তিনি বলেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপর তাঁর পূর্ণ ভরসা রয়েছে। হায়দরাবাদে যেভাবে পশু চিকিতসকের ধর্ষণের পর অপরাধীদের সাজা হয়েছিল, প্রকাশ্যে গুলি করা হয়েছিল তাদের, হাথরাসের ক্ষেত্রেও সেই একই ধরনের শাস্তি অভিযুক্তরা পাবে বলে আশা প্রকাশ করেন কঙ্গনা। নিজের টুইটার হ্যান্ডেলেই ওই টুইট করেন বলিউড কুইন।

আরও পড়ুন : 'ক্ষমা করে দাও', যোগী রাজ্যে গণধর্ষিতা তরুণীর মৃত্যুতে ফঁসে উঠলেন করিনা

এদিকে মুম্বই থেকে মানালিতে ফেরার পর এবার ফের কাজ শুরু করেছেন কঙ্গনা। সম্প্রতি তাঁর পরবর্তী সিনেমা থালাইভির শ্যুটিং শুরু করেন অভিনেত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি শেয়ারও করতে দেখা যায় কঙ্গনাকে।

Read More