ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর পর এবার দীপাবলি। পুরো উত্সবের মরশুমটাই এবার স্পেশাল রানির কাছে। মেয়ে আদিরার প্রথম পুজো। তাই এবারের পুজোয় মেয়েকে নিয়ে ব্যস্ততা তো রয়েছেই। সেইসঙ্গে রয়েছে পুজোর দায়দায়িত্ব পালনও।
কিন্তু তার মাঝেই সময় করে সেলফিটা তুলতে ভুললেন না রানি। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করে নিজের ভক্তদের নিরাশ করতে ভোলেননি চোপড়া 'বহু'। দেখুন, দিওয়ালির আনন্দে আরও কতটা গ্ল্যামারাস লাগছে রানিকে-
আরও পড়ুন, আমিরের 'মেয়ে' ফতিমা আসলে কে?
রাজ-শুভশ্রী প্রেম করছেন? উত্তরে মিমি ও শুভশ্রী দুজনেই যা বললেন...