Home> বিনোদন
Advertisement

দীপিকাকে এবার প্রকাশ্যেই চুম্বন রণবীরের!

 আপতত দুজনেই বিয়ে পিঁড়িতে বসার তোড়জোড় শুরু করেছেন।

দীপিকাকে এবার প্রকাশ্যেই চুম্বন রণবীরের!

নিজস্ব প্রতিবেদন : বিয়ের দিন যত এগিয়ে আসছে ততই যেন দীপিকার প্রতি রণবীরের প্রেমের গভীরতা প্রকাশ্যে চলে আসছে। দুজনের কেউই কোনওদিন তাঁদের প্রেমের কথা প্রকাশ্যে বলেননি, তবে তাঁদের প্রেমের কথা কখনও চাপাও থাকেনি। আপতত দুজনেই বিয়ে পিঁড়িতে বসার তোড়জোড় শুরু করেছেন। বিয়ের কথা শোনা যেতেই দীপিকা এবং রণবীর দুজনে আজকাল সোশ্যাল সাইটে প্রকাশ্যেই একে অপরের ছবিতে কমেন্টও করে ফেলছেন, যাতে তাঁদের একে অপরের প্রতি ভালোবাসাও প্রকাশ পাচ্ছে। 

সোশ্যাল সাইটে কখনও দীপিকা রণবীরের ছবিতে 'Mine' লিখে ফেলছেন, কখনও আবার রণবীর দীপিকার ছবির নিজে লাভ চিহ্ন পাঠাচ্ছেন। এবারতো সোশ্যাল সাইটে দীপিকার ছবির নিজে 'চুমু' দিয়ে বসলেন রণবীর। দীপিকা আবার পাল্টা কমেন্টে মজা করে লিখেছেন, 'ধরা পড়ে গেছো'।  দীপ-বীরের সোশ্যাল সাইটে এই কাণ্ডকারখানা বেশ মজা পেয়েছেন তাঁদের ভক্তরা।

আরও পড়ুন-আমিষ খাওয়া ছেড়ে দিলেন অনুষ্কা! ব্যাপারটা কী?

fallbacks

তবে এর আগেও বহুবার দীপবীরের প্রেমের নানান বিষয় প্রকাশ্যে চলে আসে। গত বছরই চুম্বনরত দীপিকা-রণবীর একটি ছবি ভাইরাল হয়েছিল। এমনকি 'বেফিকরে'র শ্যুটিং চলাকালীন দীপিকা রণবীরের হোয়াটসআপের কথোপকথনও ফাঁস হয়ে যায়। যদিও পরে জানা যায় এটা নেহাতই তাঁদেক ভক্তদের তৈরি করা ওয়াটসঅ্যাপ চ্যাট।

fallbacks

আরও পড়ুন- নিদা খানের বিরুদ্ধে ফতোয়া, মৌলানাকে থাপ্পড় কষানোর হুমকি ফারহার

Read More