Home> বিনোদন
Advertisement

ইন্সটাগ্রামে সুস্মিতা এলেন স্যুইম সুটে

ফেসবুক, টুইটার যুগে ইন্সটাগ্রাম হল সবথেক স্মার্ট ভার্সন, হ্যাঁ এমনটাই মত ছবি প্রেয়সীদের। 'কথা কম ছবি বেশি', ইন্সটাগ্রামের ইউএসপি এটাই। ফেসবুকের বিবর্তনে ইন্সটাগ্রাম বেশ জনপ্রিয়। এই জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক মঞ্চে ডেবিউ করলেন বিশ্বসুন্দরী বিজেতা সুস্মিতা সেন।  

ইন্সটাগ্রামে সুস্মিতা এলেন স্যুইম সুটে

ওয়েব ডেস্ক: ফেসবুক, টুইটার যুগে ইন্সটাগ্রাম হল সবথেক স্মার্ট ভার্সন, হ্যাঁ এমনটাই মত ছবি প্রেয়সীদের। 'কথা কম ছবি বেশি', ইন্সটাগ্রামের ইউএসপি এটাই। ফেসবুকের বিবর্তনে ইন্সটাগ্রাম বেশ জনপ্রিয়। এই জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক মঞ্চে ডেবিউ করলেন বিশ্বসুন্দরী বিজেতা সুস্মিতা সেন।  

আর এসেই বুঝিয়ে দিলেন আমি সুস্মিতা। 'I am'।

 

A photo posted by Sushmita Sen (@sushmitasen47) on

স্যুইম সুটে ছবি দিয়েই ইন্সটাগ্রামে খাতা খুললেন সুস্মিতা সেন। অবশ্য এখানে দুই মেয়ে রিনা ও আলিশারও একটি ভিডিও পোস্ট করেছেন এই বলিউড অভিনেত্রী। ছবি পোস্ট করে সুস্মিতা লিখেছেন, "এই আমার ইন্সটাগ্রাম সফর শুরু হল"।    

Read More