Oscars 2023, Naatu Naatu, RRR, The Elephant Whisperers, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার সকালটা একটু বেশিই সুন্দর ভারতীয় সিনেপ্রেমীদের জন্য। সকাল হতে না হতেই সুসংবাদ ভেসে এল সুদূর আমেরিকা থেকে। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসেছিল অস্কারের আসর। এবছর ভারত থেকে মনোনয়ন পেয়েছিল তিনটি ছবি। ডকুমেন্টারি শর্ট বিভাগে সেরা তথ্যচিত্রের অস্কার পায় কার্তিকী গনসালভেস ও গুনিত মোঙ্গার তথ্যচিত্র দ্যা এলিফ্যান্ট হুইসপারার্স। অন্যদিকে আরআরআর ছবির নাটু নাটু গানের জন্য অস্কার পেলেন এই গানের সংগীত পরিচালক এম এম কীরাবাণী ও গীতিকার চন্দ্রবোস।
এদিন অস্কারের মঞ্চে নাটু নাটু গানটি পারফর্ম করেন এই গানে দুই গায়ক রাহুল সিপলিগঞ্জ ও কালাভৈরব। এই গানের সঙ্গে ডলবি থিয়েটারে উপস্থিত তারকাদের পরিচয় করিয়ে দিলেন দীপিকা পাড়ুকোন। কালো গাউনে এদিন দীপিকার থেকে নজর ফেরানো ছিল দায়। দীপিকা বলেন, এই গান আসলে 'টোটাল ব্যাঙ্গার'। এই গানে নাচতে বাধ্য হবে সবাই এমনটাই মনে করেন নায়িকা। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন যে, এটাই প্রথম ভারতীয় ভাষার গান যা জায়গা পেয়েছে বেস্ট অরিজিলান সঙের ক্যাটেগরিতে। এদিন মঞ্চে ঝড় তোলেন ভারতীয় ও আমেরিকান নৃত্যশিল্পীরা। পারফরমেন্সের পর হলে উপস্থিত মুগ্ধ দর্শকেরা সকলেই উঠে দাঁড়িয়ে করতালি দেন শিল্পীদের উদ্দেশ্য।
এক নজরে দেখে নেওয়া যাক, কোন বিভাগে কে কে পেলেন অস্কার?
সেরা ছবি: 'এভরিথিং এভরিহোয়ের অল অ্যাট ওয়ান্স'
সেরা পরিচালক: ড্যানিয়েল কোয়ান, ড্যানিয়েল শাইনার্ট ('এভরিথিং এভরিহোয়ের অল অ্যাট ওয়ান্স')
সেরা অভিনেতা: ব্র্যেন্ডন ফ্রেসার (দ্য হোয়েল)
সেরা অভিনেত্রী: মিশেল ইয়ো (এভরিথিং এভরিহোয়ের অল অ্যাট ওয়ান্স)
সেরা সহ-অভিনেতা: কে হু কোয়ান (এভরিথিং এভরিহোয়ের অল অ্যাট ওয়ান্স)
সেরা সহ-অভিনেত্রী: জেমি লী কার্টিস (এভরিথিং এভরিহোয়ের অল অ্যাট ওয়ান্স)
সেরা ভিজুয়াল এফেক্টস: 'অবতার দ্য ওয়ে অফ ওয়াটার'
সেরা তথ্যচিত্র: 'নাভালনি'
সেরা তথ্যচিত্র (শর্ট): ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’
সেরা লাইভ অ্যাকশন (শর্ট): ‘অ্যান আইরিশ গুডবাই’
সেরা সিনেমাটোগ্রাফি: ‘অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’
সেরা মেকআপ ও হেয়ার: ‘দ্য হোয়েল’
সেরা কস্টিউম ডিজাইন: ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার’
সেরা আন্তর্জাতিক ছবি: ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’
সেরা অ্যানিমেটেড (শর্ট): ‘দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স’
সেরা প্রোডাকশন ডিজাইন: ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’
সেরা অরিজিনাল সঙ: 'নাটু নাটু' (আরআরআর)
সেরা অরিজিনাল স্কোর: ‘অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’
সেরা অরিজিনাল স্ক্রিন প্লে: ‘এভরিথিং এভরিহোয়ের অল অ্যাট ওয়ান্স’
সেরা অ্যাডাপটেড স্ক্রিন প্লে: ‘উইমেন টকিং’
সেরা সাউন্ড: ‘টপ গান ম্যাভেরিক’
সেরা এডিটিং: ‘এভরিথিং এভরিহোয়ের অল অ্যাট ওয়ান্স’
সেরা অ্যানিমেটেড (ফিচার): ‘গিলেরমো ডেল তোরো পিনকিও’