Home> বিনোদন
Advertisement

করোনা আবহে সোশ্যাল মিডিয়ায় সম্প্রীতির বার্তা সলমনের

এমনই একটি সম্প্রীতির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সলমন খান।

করোনা আবহে সোশ্যাল মিডিয়ায় সম্প্রীতির বার্তা সলমনের

নিজস্ব প্রতিবেদন : গোটা বিশ্ব এখন করোনা নামক মারণ ব্যাধির সঙ্গে লড়ছে। করোনার প্রকোপ আটকাতে গোটা এদেশে এখন লকডাউন। তবে কঠিন এই পরিস্থিতি ভেদাভেদ ভুলে মানুষকে আবার মানুষের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে। বর্তমান করোনা পরিস্থিতিতে এমনই একটি সম্প্রীতির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সলমন খান।

নিজের ইনস্টা হ্যান্ডেলে সলমন যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে একই আবাসনের দুটো ফ্লোরের ব্যালকনি। দুটো ফ্লোরের দুই ব্যালকনিতে বসে দুই ব্যক্তি প্রার্থনা করছেন। তার মধ্যে একজন হিন্দু, অন্যজন মুসলিম। এই ছবিটি পোস্ট করে সলমন লিখেছেন, 'উদাহরণ তৈরি করছেন।... '

আরও পড়ুন-কোয়ারেন্টাইনে ছেলে সহজকে নিয়েই কাটছে প্রিয়াঙ্কার

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Setting examples... #IndiaFightsCorona

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

সলমনের এই পোস্ট মন জয় করেছে নেটিজেনদের। প্রসঙ্গত, করোনা মোকাবিলায় ইতিমধ্যেই দেশের পাশে দাঁড়িয়েছেন সলমন। ফিল্ম ইন্ডাস্ট্রির ২৫ হাজার দৈনিক রোজগেরে কর্মীর পরিবারের দায়িত্ব নিয়েছেন। পাশাপাশি মালেগাঁও এর অসহায় ৫০ জন মহিলা শ্রমিকের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তও নিয়েছেন।

আরও পড়ুন-লকডাউনের জের, বাড়িতেই সবজি চাষ করছেন জুহি চাওলা

Read More