Home> বিনোদন
Advertisement

জানেন পাকিস্তানের সবথেকে বেশি ব্যবসা করা সিনেমা কোনটা?

পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কটা এই মুহূর্তে তলানিতে। পাকিস্তানের উরি আক্রমণ থেকে শুরু। তারপর সার্জিকাল স্ট্রাইকের গোলাগুলি আছড়ে পড়েছে বলিউডেও! বলিউড ফিল্মে পাকিস্তানি অভিনেতাদের আর জায়গা নেই! ফিরে গিয়েছেন ফাওয়াদ খান থেকে একঝাঁক পাকিস্তানি অভিনেতা এবং অভিনেত্রী। এই সময়ে বেশ প্রাসঙ্গিক তাই জিজ্ঞেস করা, বলুন তো পাকিস্তানের সবথেকে বেশি টাকার ব্যবসা করা সিনেমা কোনটা?

জানেন পাকিস্তানের সবথেকে বেশি ব্যবসা করা সিনেমা কোনটা?

ওয়েব ডেস্ক: পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কটা এই মুহূর্তে তলানিতে। পাকিস্তানের উরি আক্রমণ থেকে শুরু। তারপর সার্জিকাল স্ট্রাইকের গোলাগুলি আছড়ে পড়েছে বলিউডেও! বলিউড ফিল্মে পাকিস্তানি অভিনেতাদের আর জায়গা নেই! ফিরে গিয়েছেন ফাওয়াদ খান থেকে একঝাঁক পাকিস্তানি অভিনেতা এবং অভিনেত্রী। এই সময়ে বেশ প্রাসঙ্গিক তাই জিজ্ঞেস করা, বলুন তো পাকিস্তানের সবথেকে বেশি টাকার ব্যবসা করা সিনেমা কোনটা?

আরও পড়ুন অভিষেক টেস্টেই রেকর্ড বইয়ে নাম তুললেন কেশব মহারাজ

জওয়ানি ফির নেহি আনি। হ্যাঁ, এই সিনেমাটাই পাকিস্তানের ইতিহাসে সবথেকে বেশি টাকা ব্যবসা করা সিনেমা। ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর রিলিজ করেছিল এই সিনেমা। একসঙ্গে ৮০ টি সিনেমা হলে। পাকিস্তানে এটা রেকর্ড! ৪৯ কোটি টাকার ব্যবসা করেছে এই সিনেমা। যা সে দেশের রেকর্ড। এবার বুঝুন বলিউডের বিচারে ঠিক কতটা পিছিয়ে পাকিস্তান!

fallbacks

আরও পড়ুন  ওয়াকায় ওয়ার্নার এবং স্টেনের লড়াইয়ে শেষ পর্যন্ত জিতলেন কে?

Read More