Home> বিনোদন
Advertisement

Hina Khan: ক্যান্সার কেড়েছে অনেক, তবু অভিনয়ে ফিরছেন অদম্য হিনা!

Hina Khan: ক্যানসারকে সঙ্গে নিয়েই ফের অভিনয় জগতে ফিরছেন অভিনেত্রী হিনা খান, আসন্ন এক ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে।   

Hina Khan: ক্যান্সার কেড়েছে অনেক, তবু অভিনয়ে ফিরছেন অদম্য হিনা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্যানসারকে সঙ্গে নিয়েই ফের অভিনয় জগতে ফিরছেন অভিনেত্রী হিনা খান (Hina Khan)। জুনের ২৮ তারিখ অর্থাত্‍ কয়েক মাস আগেই সোশ্যাল মিডিয়াতে হিনা নিজেই জানিয়েছিলেন, তিনি স্টেজ থ্রি স্তন ক্যানসারে আক্রান্ত থাকা সত্বেও কেন কাজ থেকে বিরতি নিচ্ছেন না, তা নিয়ে তিনি জানিয়েছিলেন  জীবনে বহু ক্যানসার আক্রান্তের সঙ্গে তাঁর দেখা হয়েছে এবং তাঁরাই সাহস জুগিয়েছেন।  'গৃহলক্ষ্মী'  নামে আসন্ন এক ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে।  হিনা ছাড়াও অভিনয় করছেন চাঙ্কি পাণ্ডে, দিব্যেন্দু ভট্টাচার্য ও রাহুল দেব।

আরও পড়ুন: সঙ্গীতা থেকে লুলিয়া, প্রাক্তনদের সঙ্গেই মধ্যরাতে ৫৯তম জন্মদিন সেলিব্রেশন সলমানের...

এই সিরিজে রয়েছে টিকে থাকার লড়াইয়ের কথা। জীবনের লড়াইয়ের সঙ্গে নিজেকে ও তাঁর অনুরাগীদের খুশি রাখার জন্য তিনি তাঁর কাজকে কখনই থেমে যেতে দেননি। তাঁর চিকিত্‍সা এখনও চলছে, চিকিত্‍সা চলাকালিন হতাশ হয়ে পড়লে তিনি সোশ্যাল মিডিয়াতে তাঁর অনুরাগীদের সঙ্গে তা ভাগ করে নেন।  একটি পোস্টে হিনা জানিয়েছেন, 'যত বড়ই প্রতিকূলতা আসুক, তার মুখোমুখি তিনি তাঁর সবটুকু শক্তি দিয়ে দাঁড়াবেন।' সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম পোস্টে আবুধাবিতে ক্রিসমাস সেলিব্রেশন করতে দেখা যায়।

বেশ কিছুদিন ধরেই চলছে চিকিৎসা। কেমোথেরাপির কারণে তাঁর চুল পড়া শুরু হয়। সেই কারণেই কয়েকদিন আগে চুল কেটে ফেলে এবং বয়েজ কাট হেয়ারস্টাইলও করেছিলেন। কিন্তু এবার সেটাও রাখলেন না। ভিডিয়োয় দেখা যাচ্ছে, মুঠো মুঠো চুল উঠে গিয়েছে হিনার। ঘরের মেঝেতে অথবা বালিশে পড়ে রয়েছে চুলের গোছা। এই মানসিক যন্ত্রণা দূর করতে মাথা ন্যাড়া করলেন হিনা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিয়ো শেয়ার করেন হিনা। হিনার ক্যানসার এই মুহূর্তে স্টেজ থ্রি পর্যায়ে রয়েছে। একটি ভিডিয়োতে হিনার চুল কেটে সম্পূর্ণ ন্যাড়া হয়ে যাওয়ার বিষয়টি অনুরাগীদের নজর এড়ায়নি। নেটিজেনরা তাঁকে 'সাহসী' নারীর তকমা দিয়েছেন। মনের জোর না হারিয়ে   হিনা খান  নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছিলেন, 'আমাদের এই গল্পের শেষ নেই! লড়াই যতই কঠিন হোক না কেন, যে যোদ্ধা তাঁর জীবনে চমৎকার হবেই হবে। আল্লার উপরই ছেড়ে দিলাম সব।' হিনা আরও জানিয়েছেন যে, তিনি নিজেই নিজের সমস্ত চুল কেটে ন্যাড়া হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ অনবরত চুল ঝরে যাওয়ার বিষয়টা তাঁর কাছে অত্যন্ত বিষাদজনক এবং চাপের হয়ে উঠছে। 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More