Home> বিনোদন
Advertisement

লকডাউনের জন্য পরিচারিকার ছুটি, মেয়েকে দিয়েই সব কাজ করাচ্ছেন হিনা খানের মা!

এই পরিস্থিতিতে বাড়ির কাজকর্মও নিজের হাতেই করতে হচ্ছে তারকাদের, একই অবস্থা হিনা খানের।

লকডাউনের জন্য পরিচারিকার ছুটি, মেয়েকে দিয়েই সব কাজ করাচ্ছেন হিনা খানের মা!

নিজস্ব প্রতিবেদন:  লকডাউনের এই সময় সকলেই যখন গৃহবন্দি, তখন বন্দি জীবন কাটাচ্ছেন তারকারাও। এই পরিস্থিতিতে বাড়ির কাজকর্মও নিজের হাতেই করতে হচ্ছে তারকাদের। একই অবস্থা হিনা খানের।

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় হিনা একটি ভিডিয়ো পোস্ট করেছেন যেখানে তাঁকে বাড়ির বাথরুমে ঢুকে পাপশ ব্রাশ দিয়ে পরিষ্কার করতে দেখা গিয়েছে। এই ভিডিয়োটি থেকেই বেশ বোঝা যাচ্ছে, বাড়ির পরিচারিকারা ছুটিতে থাকায় কাজ করতে করতে ঘাম ছুটে যাচ্ছে তাঁর।

আরও পড়ুন-বড়লোকের বিটি লো'র মতো গান যিনি সৃষ্টি করতে পারেন, তিনি মহান শিল্পী : বাদশা

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

তবে অবশ্য শুধু পাপশ পরিষ্কারই নয়, বাড়ির ঘর মোছা সহ বিভিন্ন কাজ তাঁকে দিয়েই করাচ্ছেন হিনার মা। শুধু হিনাই নয়, বাড়ি অন্যান্য সদস্যদেরও মায়ের নির্দেশে সব কাজ করতে হচ্ছে। এমনই একটি মজার ভিডিয়ো পোস্ট করেছেন হিনা খান নিজেই। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

তবে আবার যখনই সময় পাচ্ছেন, ছবি আঁকা, শরীরচর্চাও করছেন হিনা।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

প্রসঙ্গত, ছোটপর্দার পাশপাশি বড়পর্দাতেও জমিয়ে কাজ করছেন হিনা খান। পাশাপাশি, বিগ বস ১১র বিজেতা হিসাবেও যথেষ্ঠ খ্যতি লাভ করেছিলেন হিনা।

Read More