Home> বিনোদন
Advertisement

সল্লুকে চড় কষালে ইনাম ২ লক্ষ

ফের সমস্যায় বলিউডের ভাইজান। সলমনকে পেটালে মিলবে ২ লক্ষ টাকা পুরস্কার। এমনই ঘোষণা করল বিশ্ব হিন্দু পরিষদ।  সমস্যার কেন্দ্রবিন্দুতে, সলমন খানের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'লাভরাত্রি'। যে ছবির মাধ্যমেই সলমন তাঁর ভগ্নিপতি অর্থাৎ বোন অর্পিতা খান শর্মার স্বামী আয়ূষ শর্মাকে লঞ্চ করাতে চলেছেন। ছবিতে আয়ূষের বিপরীতে রয়েছেন ওয়ারিনা হুসেন। 

সল্লুকে চড় কষালে ইনাম ২ লক্ষ

নিজস্ব প্রতিবেদন: ফের সমস্যায় বলিউডের ভাইজান। সলমনকে পেটালে মিলবে ২ লক্ষ টাকা পুরস্কার। এমনই ঘোষণা করল বিশ্ব হিন্দু পরিষদ।  সমস্যার কেন্দ্রবিন্দুতে, সলমন খানের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'লাভরাত্রি'। যে ছবির মাধ্যমেই সলমন তাঁর ভগ্নিপতি অর্থাৎ বোন অর্পিতা খান শর্মার স্বামী আয়ূষ শর্মাকে লঞ্চ করাতে চলেছেন। ছবিতে আয়ূষের বিপরীতে রয়েছেন ওয়ারিনা হুসেন। 

বিশ্ব হিন্দু পরিষদের বক্তব্য, লাভরাত্রি নামটি হিন্দুদের প্রধান উৎসব 'নবরাত্রি' শব্দটি বিকৃত করছে। যা হিন্দু ভাবাবেগে আঘাত লাগবে। বিশ্ব হিন্দু পরিষদের পাশাপাশি সলমনের প্রযোজনা সংস্থার এই ছবি 'লাভরাত্রি'র বিরোধিতায় নেমেছে আরও একটি হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু হাই এজ। ইতিমধ্যেই ছবিটির বিরোধিতায় হিন্দু হাই এজের আগ্রা শাখার প্রধান গোবিন্দ পরাশর সহ অন্যান্য সদস্যরা সিনেমার পোস্টার পুড়িয়েছেন। গোবিন্দ পরাশরের কথায় ছবির নামটি লক্ষ লক্ষ হিন্দুর ভাবাবেগে আঘাত করবে, তাই সেন্সর বোর্ডের উচিত সিনেমাটি নিষিদ্ধ করা। পাশাপাশি সলমনকে প্রকাশ্যে পেটানোর জন্য় ২ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছেন তিনি।

প্রসঙ্গত, ইতিমধ্যেই সামনে এসেছে 'লাভরাত্রি'ছবিটির পোস্টার, যেখানে আয়ূষ শর্মাকে দেখা যাচ্ছে স্কুটি চালাতে। আর তার পিছনে বসে রয়েছেন ছবির নায়িকা ওয়ারিনা হুসেন। ছবিটির পটভূমি গুজরাট। এখানে আয়ুষ একজন গুজরাটি তরুণের ভূমিকায় আর ওয়ারিনা একজন ব্যালে ডান্সের নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন। যাঁদের আলাপ হবে নবরাত্রি উৎসবে। সেখান থেকেই এগোবে দুজনের প্রেমের গল্প। ছবির পরিচালনা করছেন অভিরাজ মিনাওয়ালা।

fallbacks

Read More