Home> বিনোদন
Advertisement

হইচই-এ ফিরছে 'চরিত্রহীন'-২, প্রকাশ্যে টিজার

 অনুষ্ঠানে হাজির ছিলেন ওয়েবসিরিজের কলাকুশলীরা।

হইচই-এ ফিরছে 'চরিত্রহীন'-২, প্রকাশ্যে টিজার

রণিতা গোস্বামী: গতবছর ওয়েবসিরিজ 'চরিত্রহীন'-এর সাফল্যের পর এবার SVF-এর ডিজিট্যাল মাধ্যম 'হইচই'-এ আসতে চলেছে চরিত্রহীন-২। বৃহস্পতিবার, ৩০ মে প্রকাশ্যে আনা হয়েছে ওয়েবসিরিজটির টিজার। অনুষ্ঠানে হাজির ছিলেন ওয়েবসিরিজের কলাকুশলীরা।

fallbacks

আরও পড়ুন-কলকাতায় ভাইঝির অনুষ্ঠানে হাজির গৌরী, সঙ্গী সুহানা

জানা যাচ্ছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘চরিত্রহীন’-এর অবলম্বনেই তৈরি করা হয়েছে এই ওয়েব সিরিজ। দেবালয় চক্রবর্তীর পরিচালনায় তৈরি ‘চরিত্রহীন’-এর প্রথমভাগ ইতিমধ্যেই নেট জনতার মন জয় করে নিয়েছিল। 'চরিত্রহীন'-এর প্রথম ভাগে সম্পর্কের টানাপোড়েন, উদ্দাম যৌনতা, বিয়ে, বিচ্ছেদ সবকিছুকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন পরিচালক দেবালয়। পাশাপাশি দেবালয় ভট্টাচার্যের এই ওয়েব সিরিজ পুরনো ধ্যান ধারণা ভেঙে বাংলার সিনেমাপ্রেমীদের এক অন্য স্বাদ এনে দিয়েছিল বলেও মনে করেন অনেকে। তবে চরিত্রহীন ২- নেটদুনিয়ার দর্শকদের কতটা মন কাড়ে এখন সেটাই দেখার। 

আগামী ২১ জুন দেখে হইচই দেখা যাবে চরিত্রহীন-২। চরিত্রহীন-২ এ দেখা যাবে নয়না গঙ্গোপাধ্যায়, সৌরভ দাস, মুমতাজ সরকার, সায়নী ঘোষ, সৌরভ চক্রবর্তী, শ্বেতা ভট্টাচার্যদের। এই ওয়েবসিরিজের জন্য গান গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী।

আরও পড়ুন-প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে হাজির বলিউড সেলিব্রিটিরা

Read More