Home> বিনোদন
Advertisement

সলমন খানের প্রথম প্রেমিকাকে এখন কেমন দেখতে হয়েছে জানেন?

নব্বই-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী সোমি আলি। 'আন্দোলন', 'ইয়ার গদ্দার', 'অন্থ', 'আও পেয়ার করে'-র মতো বহু হিট ফিল্মে অভিনয় করেছিলেন। সঞ্জয় দত্ত, ওম পুরি, সুনীল শেট্টি, সইফ আলি খানের মতো তারকাদের বিপরীতে দেখা যেত তাঁকে। সেই সময় বলিউডের আনাচে কানাচে শোনা যেত, তাঁর সঙ্গে বলিউড হার্টথ্রব সলমন খানের প্রেমের কথা। শুধু তাই নয়, তাঁকে সলমন খানের প্রথম প্রেমিকা হিসেবেও মনে করা হত।

সলমন খানের প্রথম প্রেমিকাকে এখন কেমন দেখতে হয়েছে জানেন?

ওয়েব ডেস্ক: নব্বই-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী সোমি আলি। 'আন্দোলন', 'ইয়ার গদ্দার', 'অন্থ', 'আও পেয়ার করে'-র মতো বহু হিট ফিল্মে অভিনয় করেছিলেন। সঞ্জয় দত্ত, ওম পুরি, সুনীল শেট্টি, সইফ আলি খানের মতো তারকাদের বিপরীতে দেখা যেত তাঁকে। সেই সময় বলিউডের আনাচে কানাচে শোনা যেত, তাঁর সঙ্গে বলিউড হার্টথ্রব সলমন খানের প্রেমের কথা। শুধু তাই নয়, তাঁকে সলমন খানের প্রথম প্রেমিকা হিসেবেও মনে করা হত।

সলমন খানের সঙ্গে বিচ্ছেদের পর সোমি আলি ফ্লোরিডায় ফিরে যান। আর কোনওদিন বলিউডে ফিরে আসেননি। এখন তিনি 'নো মোর টিয়ার্স' নামে একটি নন প্রফিট অর্গানাইজেশন চালান। এবং 'সো-মি ডিজাইনস' নামে ডিজাইনিং পোশাকের ব্যবসাও করেন।

fallbacks

Read More