Home> বিনোদন
Advertisement

ইন্ডিয়ান টু ছবির সেটে দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১ কোটি করে সাহায্যের আশ্বাস কমল হাসানের

মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে শোক প্রকাশ করেন কাজল অগরওয়ালও 

ইন্ডিয়ান টু ছবির সেটে দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১ কোটি করে সাহায্যের আশ্বাস কমল হাসানের

নিজস্ব প্রতিবেদন: ইন্ডিয়ান-টু ছবির শ্যুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনায় মৃতদেরকে পরিবারকে ১ কোটি টাকা সাহায্যের আশ্বাস দিলেন কমল হাসান। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাতকারে কমল হাসান জানান, ইন্ডিয়ান টু ছবির শ্যুটিং সেটে যে দুর্ঘটনা ঘটেছে, তার জন্য তিনি দুঃখিত। ওই দুর্ঘটনায় তাঁদের যে ৩ বন্ধু প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা প্রকাশ করেন কমল হাসান।

আরও পড়ুন : 'ইন্ডিয়ান-২' ছবির সেটে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৩, অল্পের জন্য রক্ষা পেলেন কমল হাসান

পাশাপাশি মৃতদের পরিবারকে নগদ ১ কোটি করে সাহায্য দেওয়া হবে বলেও আশ্বাস দেন বর্ষীয়ান এই অভিনেতা। ভবিষ্যতে যাতে এই ধরনের কোনও দুর্ঘটনা না ঘটে, সেদিকে খেয়াল রাখা হবে বলেও জানান কমল হাসান।

 

কমল হাসানের পাশাপাশি কাজল অগরওয়ালও ওই ঘটনায় দুঃখপ্রকাশ করেন। তিনি বেলন, ইন্ডিয়ান টু ছবির শ্যুটিংয়ে কৃষ্ণ, চন্দ্রন এবং মধু নামে যে ৩ জনের জীবন চলে গিয়েছে, তাঁদের পরিবারের প্রতি সমব্যাথী তিনি। মৃতদের পরিবারের প্রতি ঈশ্বর সহায় হন বলেও শোক প্রকাশ করেন দক্ষিণের এই জনপ্রিয় অভিনেত্রী।

Read More