Home> বিনোদন
Advertisement

দঙ্গলের সেটে চোটে পেলেন আমির খান

তাঁর নতুন ফিল্ম দঙ্গলের শুটিংয়ের সময় চোট পেলেন বলিউড স্টার আমির খান।

দঙ্গলের সেটে চোটে পেলেন আমির খান

ওয়েব ডেস্ক: তাঁর নতুন ফিল্ম দঙ্গলের শুটিংয়ের সময় চোট পেলেন বলিউড স্টার আমির খান।
কুস্তিগীর মহাবীর ফোগটের জীবনী অবলম্বনে তৈরি হওয়া ফিল্ম দঙ্গলের এখন শুটিং চলছে লুধিয়ানায়। সেখানেই একটি অ্যাকশান দৃশ্যের শুটিং চলছিল। আর তখনই চোট পেয়ে যান আমির খান।
যদিও আমির খানের ভক্তদের জন্য খুব ভয় পাওয়ার কারণ নেই। ডাক্তাররা আমিরের প্রাথমিক শুশ্রুষা করেছেন। তারপর চোট গুরুতর নয় বলে জানিয়ে পরামর্শ দিয়েছেন যে দুদিন যেন বিশ্রাম নেন আমির।
আমিরের শুভানুধ্যায়ীরা এতে অবশ্য খুশিই। তার কারণ, আমির যা কাজপাগল মানুষ, তাতে এরকম চোট না পেলে, শুটিং বন্ধ করে বিশ্রাম করার মানুষ তিনি একেবারেই নন।

Read More