Home> বিনোদন
Advertisement

শাহরুখ খানের সঙ্গে কাজ করার পর জানেন কী বললেন পরিচালক ইমতিয়াজ আলি?

শাহরুখ খানের সঙ্গে কাজ করার পর জানেন কী বললেন পরিচালক ইমতিয়াজ আলি?

ওয়েব ডেস্ক: প্রথমবার যব উই মেট পরিচালক ইমতিয়াজ আলি এবং বলিউড বাদশা শাহরুখ খান একসঙ্গে কাজ করলেন। ছবির নাম যব হ্যারি মেট সেজল । প্রথমবার বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে কাজ করে তাঁর কেমন লাগল তা জানালেন পরিচালক ইমতিয়াজ আলি । জানেন তিনি কী বললেন?

যব হ্যারি মেট সেজাল ছবির ট্রেলার লঞ্চের দিন পরিচালক ইমতিয়াজ আলি বলেন, ‘শাহরুখ খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। শ্যুটিংয়ে সেটের বাইরে আপনি যখন মানুষের ভিড় দেখবেন, তখনই বুঝতে পারবেন শাহরুখ খান কত বড় তারকা। অথচ এত বড় তারকা হওয়ার পরেও যেভাবে শাহরুখ সকলের সঙ্গে মিলে কাজ করেন, তাতে আপনাদের মনেই হবে না যে, তিনি অতো বড় তারকা।’

ইমতিয়াজ আলি আরও বলেন, ‘আমাদের দুজনেরই থিয়েটার ব্যাকগ্রাউন্ড রয়েছে। তাই শাহরুখের সঙ্গে কমিউনিকেট করতেও সহজ হয়।’

জানেন স্বর্ণমন্দির দেখতে গিয়ে কী অভিজ্ঞতা হল শ্রুতি হাসানের?

Read More