Home> বিনোদন
Advertisement

Jacqueline Fernandez: নারী দিবসে জ্যাকুলিনের চমক! বাংলা গান গাইলেন অভিনেত্রী...

Jacqueline Fernandez bengali song: নারী দিবসে নয়া মিউজিক ভিডিয়ো। বাংলা গান নিয়ে ফিরলেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজ, প্রকাশ্যে এল গানের ভিডিও। 

Jacqueline Fernandez: নারী দিবসে জ্যাকুলিনের চমক! বাংলা গান গাইলেন অভিনেত্রী...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর চারেক আগে 'গেন্দা ফুল' মিউজিক ভিডিয়োতে বাঙালি কন্যার বেশে দর্শকের মন জিতে নিয়েছিলেন জ্যাকুলিন ফার্নান্ডেজ। এবার নারী দিবসে বাংলা গান নিয়ে ফিরলেন অভিনেত্রী, প্রকাশ্যে এল গানের ভিডিও। এবার বাংলা গান গাইলেন জ্যাকুলিন। 

আরও পড়ুন- Ahona Pregnancy: বিয়ের খবরের ২ মাসের মধ্যেই সুখবর! অগাস্টেই মা হচ্ছেন অহনা...

কয়েক মাস আগেই ‘স্টর্মরাইডার’ শীর্ষক গানে জ্যাকুলিনের উপস্থিতি শ্রোতাদের মন জয় করেছিল। এবার এসভিএফ মিউজিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে গানটির বাংলা সংস্করণ তৈরি করেছেন অমৃতা সেন এবং সিজি। তাঁদের পাশাপাশি মিউজিক ভিডিওতে গলা মিলিয়েছেন জ্যাকুলিন। নাম ‘আমি কাফি’।

আরও পড়ুন- Mame Khan in Kolkata: সুরের হোলি! মামে খানের কন্ঠের জাদুতে মন্ত্রমুগ্ধ কলকাতা...

মিউজিক ভিডিয়ো নির্মাতাদের দাবি, নারী দিবসের মূলমন্ত্র উচ্চারিত হয়েছে এই গানটির মাধ্যমে। জ্যাকলিনও এই প্রথম বাংলা গানে কণ্ঠ দিয়ে উচ্ছ্বসিত। অভিনেত্রী বলেছেন, ‘বাংলা সংগীতের সঙ্গে যুক্ত হয়ে আমি আপ্লুত। এই গানটা আত্মবিশ্বাস এবং শক্তির প্রতীক। নতুন শ্রোতাদের জন্য তাদের ভাষায় গানটি তৈরি করতে পেরে আরো ভালো লাগছে।’মিউজিক ভিডিওতে জ্যাকুলিন ছাড়াও রয়েছেন রাজকুমারী কোকো, শতাব্দী দত্ত বণিক, ডিম্পল আচার্য এবং অঙ্কিতা সিং প্রমুখ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More