Home> বিনোদন
Advertisement

মায়ের সঙ্গে ছোটবেলার ছবি শেয়ার জাহ্নবীর

 জানু কী পোশাক পরবে, কীভাবে তাঁর বলিউডে ডেবিউ হবে, এ সবই শ্রীদেবী ঠিক করতেন। তবে মেয়ের প্রথম সিনেমার মুক্তির আগেই চলে যেতে হল শ্রীকে। শেষ ইচ্ছেটা আর পূরণ হল না। 

মায়ের সঙ্গে ছোটবেলার ছবি শেয়ার জাহ্নবীর

নিজস্ব প্রতিবেদন : মা আর নেই। তবুও যে প্রতি পদক্ষেপে মাকেই মনে পড়ে শ্রীদেবীর 'জানু'র। মাই যে ছিল তাঁর সর্বক্ষণের সঙ্গী, কাছের বন্ধু। এককথায় শ্রীদেবীকে জাহ্নবীর ছায়া সঙ্গী বললে ভুল হবে না। প্রথম সন্তান, তাই খুশির থেকেও জাহ্নবীর প্রতি টানটা বোধহয় একটু বেশিই ছিল শ্রীদেবীর। জানু কী পোশাক পরবে, কীভাবে তাঁর বলিউডে ডেবিউ হবে, এ সবই শ্রীদেবী ঠিক করতেন। তবে মেয়ের প্রথম সিনেমার মুক্তির আগেই চলে যেতে হল শ্রীকে। শেষ ইচ্ছেটা আর পূরণ হল না। 

মায়ের মৃত্যুর পর, এই প্রথম বিশ্ব মাতৃদিবসে মাকে ছাড়া কাটাল জাহ্নবী। এইদিন যে তাঁর আরও বেশি করে মাকে মনে পড়বে সেটাই স্বাভাবিক। রবিবার ১৩ মে বিশ্ব মাতৃদিবসে শ্রীদেবীর সঙ্গে কাটানো তাঁর ছেলেবেলার ছবি শেয়ার করেছেন জাহ্নবী।

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor) on

দুবছর,আগে ২০১৬তে মেয়ের জন্মদিনে একবার ছোট্ট জাহ্নবীর শেয়ার করেছিলেন শ্রীদেবীও। জানিয়েছিলেন তিনি তাঁর 'জানু'কে কতটা মনে করছেন। একই ভাবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তাঁর 'জানু'ও যে 'শ্রী'কে ভীষণ মনে করছেন সেটাই স্বাভাবিক।

আরও পড়ুন-রাজের বাড়ির রান্না ঘরে শুভশ্রী, দেখুন সেই ছবি

Read More