Home> বিনোদন
Advertisement

সৎ দিদি Anshula-কে দেখতে হাসপাতালে Janhvi Kapoor

সৎ দিদিকে দেখতে হাসপাতালে পৌঁছলেন জাহ্নবী কাপুর। 

সৎ দিদি Anshula-কে দেখতে হাসপাতালে Janhvi Kapoor

নিজস্ব প্রতিবেদন : হাসপাতালে ভর্তি বনি কাপুরের বড় মেয়ে অংশুলা কাপুর (Anshula Kapoor)। সৎ দিদিকে দেখতে হাসপাতালে পৌঁছলেন জাহ্নবী কাপুর।  ক্যাজুয়াল টি-শার্ট ও প্যান্ট পরেই হাসপাতালে পৌঁছন জাহ্নবী (Janhvi Kapoor)। তাঁর হাতে ছিল নীল রঙের একটি ফাইল। 

জানা যাচ্ছে, শনিবার রাতে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হন অংশুলা কাপুর (বনি কাপুরের প্রথম পক্ষের মেয়ে)। কাপুর পরিবারের তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়, ব্লাড প্রেসার ও সুগার লেবেল পরীক্ষার কারণেই অংশুলাকে (Anshula Kapoor) হাসপাতালে ভর্তি করা হয়। এটা নেহাতই রুটিন চেকআপ। রবিবার রাতে বনি কাপুরও বড় মেয়েকে দেখতে হাসপাতালে যান। 

fallbacks

আরও পড়ুন-এক্সক্লুসিভ: ১০ সেপ্টেম্বরই মা হচ্ছেন Nusrat, সিভিল স্যুট ফাইল করলেন নিখিল

কয়েকদিন আগেই আমেরিকা থেকে ফিরেছেন অংশুলা (Anshula Kapoor)। আর তারপরেই তার হাসপাতালে ভর্তি হওয়ার খবর মেলে। সম্প্রতি, ফ্যানকাইন্ড বলে একটি সংস্থা তৈরি করে করোনা ভাইরাস মোকাবিলায় মানুষের পাশে দাঁড়াতে টাকা তুলছিলেন অংশুলা কাপুর।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

Read More