Home> বিনোদন
Advertisement

Jeet-Swastika: 'প্রথম প্রেম'-এর সঙ্গে হঠাত্‍ দেখা! একান্তে হল কথাও, জিত্‍-স্বস্তিকায় মুগ্ধ নেটপাড়া...

Tollywood News: অভিনেতা জিৎ ও অভিনেত্রী স্বস্তিকার প্রেম একটা সময় ছিল ওপেন সিক্রেট। অনস্ক্রিন থেকে অফস্ক্রিন জনপ্রিয় ছিল এই জুটি। কিন্তু প্রেম ভাঙার পর আর একসঙ্গে দেখা যায়নি তাঁদের। প্রায় এক যুগেরও বেশি সময় পর ফ্রেমবন্দি হলেন তাঁরা। কী কথা হল দুজনের? 

Jeet-Swastika: 'প্রথম প্রেম'-এর সঙ্গে হঠাত্‍ দেখা! একান্তে হল কথাও, জিত্‍-স্বস্তিকায় মুগ্ধ নেটপাড়া...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই জিতের (Jeet) জন্মদিনে তাঁর সঙ্গে ছবি পোস্ট করে স্বস্তিকা (Swastika Mukherjee) লিখেছিলেন 'যত বয়স বাড়ছে তিক্ততা ভুলে ভালবাসাটুকুই আগলে রেখে বেঁচে থাকার তাগিদ বাড়ছে। অন্যজনেরা মনে রাখছে না রাখছেনা সেটা জরুরি নয়। নিজের মনে রইলেই হল। মন সব রেখে দেয়। আমিও তাই মনে রেখে দিলাম'। এবার সেই প্রথম প্রেমের সঙ্গেই মুখোমুখি সাক্ষাত্‍। কথা বললেন দুজনেই। কী কথা হল? আবারও কী কোনওদিন একসঙ্গে দেখা যাবে তাঁদের স্ক্রিনে? প্রশ্নের ঝড় নেটপাড়ায়। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

সোমবার শহরের একটা অ‍্যাওয়ার্ড শো-এ আমন্ত্রিত ছিলেন জিৎ এবং স্বস্তিকা মুখোপাধ‍্যায় দু’জনেই। শোয়ের মাঝেই মুখোমুখি দেখা দু'জনের। ভিডিয়োয় দেখা যায়, একান্তে কথা বলছেন তাঁরা। তবে শোনা যাচ্ছে না তাঁদের কথোপকথন। দু’ জনকে একসঙ্গে দেখে অনুরাগীরা আপ্লুত। এক অনুরাগী লেখেন, 'টলিউডের ওজি জুটি'। আরেক অনুরাগী লেখেন, ‘এক সময়ে জিৎ-স্বস্তিকার জুটি ছিল তাক লাগানো। তাঁরা কি একসঙ্গে আর কাজ করবেন না?’ এক নেটিজেন লেখেন, 'দুজনকে একসঙ্গে কী সুন্দর লাগছে!'

আরও পড়ুন- Sabnam Faria: 'কেউ অভিনয় করা মানে যৌনকর্মী হওয়া? আমার শিক্ষাগত যোগ্যতা জানেন?'

অভিনেতা জিৎ ও অভিনেত্রী স্বস্তিকার প্রেম একটা সময় ছিল ওপেন সিক্রেট। যদিও প্রেম নিয়ে প্রকাশ্যে কোনোদিন কথা বলেননি তাঁরা, তবে লুকোছাপাও করেননি। সেই প্রেম ভেঙেছে, মাঝে কেটে গিয়েছে বিস্তর সময়ও। শোনা যায় ২০০৪ সালে মস্তান ছবির সেটে প্রেম হয় জিত্‍ ও স্বস্তিকার। সেই সময় নানা জায়গায় একসঙ্গে দেখা যায় তাঁদের। অনস্ক্রিনও তাঁদের পছন্দ করে দর্শক। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Filmfare (@filmfare)

আরও পড়ুন- Nagpur Violence | Vicky Kaushal: 'যার বউ মুসলিম, সে কী করে এটা করল!', নাগপুর সংঘর্ষে কাঠগড়ায় ভিকি...

কিন্তু এর মাঝেই ছন্দপতন। প্রেম ভাঙে। সেই সম্পর্কে ভাঙনের পর আর একসঙ্গে কাজ করেননি তাঁরা। কেন ভেঙেছিল তাঁদের প্রেম? তা নিয়ে নানান মতামত রয়েছে। তবে এই বিষয়ে কেউ কখনও মুখ খোলেননি। জিতের কাছে প্রশ্ন এসেছে বারংবার, 'কবে দেখা যাবে তাঁদের একসঙ্গে?' জিত্‍ বরাবরই সেই প্রশ্নের উত্তরে বলেছেন, ভাল স্ক্রিপ্ট এলে তাঁরা একসঙ্গে ছবি করবেন। অন্যদিকে জিতের জন্মদিনে স্বস্তিকার পোস্টেই স্পষ্ট যে তাঁর এই সম্পর্ক নিয়ে ছুত্‍মার্গ নেই। অতএব ফের তাঁদের একসঙ্গে দেখতে মরিয়া অনুরাগীরা।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More