Home> বিনোদন
Advertisement

শরীরে কাপড়ের লেশমাত্র নেই, নতুন গানের প্রচারে নগ্ন হলেন জেনিফার লোপেজ

 'ইন দ্য মর্নিং' (In The Morning)-এর কভার শ্যুটের জন্য এবার নগ্ন হলেন মার্কিন অভিনেত্রী তথা পপ গায়িকা জেনিফার। 

শরীরে কাপড়ের লেশমাত্র নেই, নতুন গানের প্রচারে নগ্ন হলেন জেনিফার লোপেজ

নিজস্ব প্রতিবেদন : মিলিন্দ সোমন, মিলি সাইরাস-এর পর এবার জেনিফার লোপেজ। নগ্নতাই যেন নয়া ট্রেন্ড! নতুন সিঙ্গল 'ইন দ্য মর্নিং' (In The Morning)-এর কভার শ্যুটের জন্য এবার নগ্ন হলেন মার্কিন অভিনেত্রী তথা পপ গায়িকা জেনিফার। 

বৃহস্পতিবার নতুন সিঙ্গল 'ইন দ্য মর্নিং' এর কভার শ্যুটের ফটো নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ৫১ বছরের জেনিফার লোপেজ। যেখানে নগ্ন শরীরে সাইড পোজ দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে তাঁকে। কৌশলে হাত দিয়ে স্তন ঢেকেছেন গায়িকা। খুব স্বাভাবিকভাবেই শৈল্পিক কভার ফটোটি নেটদুনিয়ায় উষ্ণতা ছড়িয়েছে নেটদুনিয়ায়। শুধু ছবিই নয়, অনাবৃত শরীরের টুকরো টুকরো ছবির কোলাজে তৈরি একটি ভিডিয়োও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন জেনিফার।

আরও পড়ুন-শাশ্বতর জায়গায় অভিষেক, নতুন 'বব বিশ্বাস'কে 'না পসন্দ' সিনেমাপ্রেমীদের?

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jennifer Lopez (@jlo)

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jennifer Lopez (@jlo)

প্রসঙ্গত করোনা মহামারীর এই সময়ে গোটা বিশ্ব যেন খাঁচায় বন্দি। এই পরিস্থিতি থেকে গোটা বিশ্ব মুক্ত হোক। নতুন সিঙ্গল 'ইন দ্য মর্নিং'-এর মাধ্যমে এই বার্তাই দিতে চলেছেন জেনিফার লোপেজ। ২৭ নভেম্বর মুক্তি পেতে চলেছে জেনিফার-এর এই গান। তার আগে মার্কিন তারকার এই ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। 

আরও পড়ুন-শাশ্বতর জায়গায় অভিষেক, নতুন 'বব বিশ্বাস'কে 'না পসন্দ' সিনেমাপ্রেমীদের?

Read More