নিজস্ব প্রতিবেদন: ইন্ডাস্ট্রি তাঁকে নম্র ভদ্র বিনয়ী বলেই চেনে, কিন্তু এবার সাংবাদিক সম্মেলনে জন আব্রাহামের (John Abraham) ব্যবহার দেখে স্তম্ভিত সকলেই। সাংবাদিক সম্মেলনে রেগে কখনও সাংবাদিককে বললেন বোকা কাউকে বললেন ভুলভাল প্রশ্ন করবেন না। দিল্লির এক সাংবাদিক সম্মেলনে জন আব্রাহামকে দেখে হতবাক সাংবাদিকরা। এই সবের সূত্রপাত একটি প্রশ্ন ঘিরে।
জন আব্রাহামের আগামী ছবি অ্যাটাক। সেই ছবির প্রচারেই দিল্লিতে সাংবাদিক সম্মেলন করেন জন। সেখানে এক ব্যক্তি জনকে বলেন যে,'আপনার ছবি অ্যাকশনের ওভারডোজ হয়। চার থেকে পাঁচজনের সঙ্গে আপনি লড়ছেন মেনে নেওয়া যায় কিন্তু একসঙ্গে ২০০ জনের সঙ্গে লড়ছেন এটা অবিশ্বাস্য।' তাঁর কথার জবাবে জন বলেন,'আমি দুঃখিত। আমি এখানে অ্যাটাক নিয়ে কথা বলছি। আপনার যদি এই বিষয়ে কোনও অসুবিধা থাকে তাহলে আমি দুঃখিত।'এরপরই সহ অভিনেতাদের উদ্দেশে তিনি বলেন যে ঐ ব্যক্তি অবসাদগ্রস্ত। এরপর একজন তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন করায় জন বলেন যে, 'শারীরিকের থেকে বেশি আমায় মানসিক ফিট থাকতে হয় এই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। মাথা কি বাড়িতে রেখে এসেছেন?'
এদিনের সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিক জন আব্রাহামকে জিগেস করেন যে,'আপনি কি কাশ্মীর ফাইলস(The Kashmir Files) দেখেছেন? কেমন লেগেছে?' প্রশ্ন শুনেই রেগে আগুন জন। তিনি বলেন, 'আমাকে এসব ভুলভাল, ঘষাপিটা প্রশ্ন করবেন না। শুধুমাত্র অ্যাটাক নিয়ে প্রশ্ন করুন।'
আরও পড়ুন: Sara tendulkar: বিদেশে লং ড্রাইভে সারা তেন্ডুলকর, কার সঙ্গে ঘুরছেন সচিন কন্যা?