Home> বিনোদন
Advertisement

বক্স অফিসে ঝড় তুলছে বরুণ-জ্যাকলিন-তাপসীর ‘জুড়য়া টু’

বক্স অফিসে ঝড় তুলছে বরুণ-জ্যাকলিন-তাপসীর ‘জুড়য়া টু’

ওয়েব ডেস্ক: মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে ডেভিড ধাওয়ান পরিচালিত ছবি ‘জুড়য়া টু’। বরুণ ধাওয়ান, জ্যাকলিন ফার্নান্ডেজ, তাপসী পান্নু অভিনীত এই ছবি ইতিমধ্যেই ১০০ কোটি টাকার মাইলস্টোন পেরিয়ে গিয়েছে। ছবির ব্যবসা দেখে মনে হচ্ছে এই ছবি নতুন রেকর্ড তৈরি করতে চলেছে। ছবির বক্স অফিস কালেকশন ট্রেড অ্যানালিস্ট এবং ফিল্ম সমালোচক তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন।

'‍পদ্মাবতী'‍র ট্রেলার দেখে বনশালীতে মজলেন বাহুবলীর পরিচালক

তরণ আদর্শের করা টুইট অনুযায়ী জানা গিয়েছে যে, দ্বিতীয় সপ্তাহের শেষে এই ছবির মোট বক্স অফিস কালেকশন ১১৯.০৯ কোটি টাকা। প্রসঙ্গত, ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘জুড়য়া’ ছবির সিক্যুয়েল এটি। ‘জুড়য়া’তে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড সুপারস্টার সলমন খান, করিশ্মা কাপুর এবং রম্ভা।

গোপনে সঞ্জয় দত্তকে বিয়ে করেছিলেন রেখা?

Read More