Home> বিনোদন
Advertisement

আশকার সঙ্গে মিলে জুহির ৬ বছরের মেয়ের পোল ডান্স, ভাইরাল ভিডিয়ো

 ৬ বছরের মেয়ে সামাইরার সঙ্গে বেশ ভালোই বন্ধুত্ব রয়েছে আশকার সেটা কি জানেন?

আশকার সঙ্গে মিলে জুহির ৬ বছরের মেয়ের পোল ডান্স, ভাইরাল ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন: টেলি অভিনেত্রী জুহি পারমারের সঙ্গে অভিনেত্রী আশকা গোরাদিয়ার বন্ধুত্ব যে বেশ গভীর, তা কমবেশি অনেকেই জানেন। তবে জুহির সঙ্গে তাঁর ৬ বছরের মেয়ে সামাইরার সঙ্গে বেশ ভালোই বন্ধুত্ব রয়েছে আশকার সেটা কি জানেন?

বিশেষ করে সচিন শ্রফের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর জুহির পাশে দাঁড়িয়েছিলেন আশকা। তারপর থেকেই তাঁদের সম্পর্ক আরও মজবুত হয়। মাঝে মধ্যে জুহির ৬ বছরের মেয়ের সঙ্গে সময় কাটাতে দেখা যায় আশকাকে। সম্প্রতি জুহির মেয়ের জন্মদিনের সেলিব্রেশনেও হাজির ছিলেন আশকা। সামাইরাকে জন্য সুন্দর একটি কেক উপহার দেওয়ার জন্য বন্ধু আশকাকে ধন্যবাদ জানাতেও ভোলেননি জুহি।  

আরও পড়ুন-অভিনয়ে আসার আগে কী করতেন কিয়ারা আদবাণী?

fallbacks

আরও পড়ুন-হায়দরাবাদ গণধর্ষণে খতম ৪ অভিযুক্ত, পুলিসের প্রশংসায় প্রসেনজিৎ, দেব, নুসরত, মিমি

fallbacks

সামাইরার জন্য আশকা যে মাসির ভূমিকা পালন করেন সেকথা আর নতুন করে না বললেও চলে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আশকা গোরাদিয়া একটি ভিডিয়ো পোস্ট করেছেন যেখানে মাসি আশকার সঙ্গে মিলে ছোট্ট সামাইরাকে পোল ডান্স করতে দেখা গেছে। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Aashka Goradia Goble (@aashkagoradia) on

ছোট মেয়ের এমন পারদর্শীকতা দেখে আপ্লুত জুহি নিজেও। আশাকার পোস্ট করা এই ভিডিয়োর নিজে লম্বা একটি কমেন্ট করেছেন জুহি।

আরও পড়ুন-আজই বিয়ে, বাংলাদেশের অভিনেত্রী তথা সমাজকর্মীর সঙ্গে বাঁধা পড়ছেন সৃজিত

fallbacks

প্রসঙ্গত সচিন শ্রফের সঙ্গে বিবাহ-বিচ্ছেদেরপর মেয়ে সামাইরাকে একা হাতেই বড় করছেন জুহি। 

Read More