Home> বিনোদন
Advertisement

'Just Married', বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সৃজিত ও মিথিলা

শুক্রবার সন্ধেয় রেজিস্ট্রি বিবাহ সারেন সৃজিত ও মিথিলা।

'Just Married', বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সৃজিত ও মিথিলা

নিজস্ব প্রতিবেদন: অবশেষে চার হাত এক হল। বাংলাদেশে অভিনেত্রী তথা সমাজকর্মী রাফিয়াৎ রশিদ মিথিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শুক্রবার সন্ধেয় রেজিস্ট্রি বিবাহ সারেন সৃজিত ও মিথিলা।

জানা যাচ্ছে দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাটেই হয় সৃজিত-মিথিলার বিয়ের অনুষ্ঠান। তবে সেই অনুষ্ঠানে এক্কেবারেই কোনও আড়ম্বর ছিল না। ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমেই বিয়েটা সারেম সৃজিত ও মিথিলা। তাঁদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কবি শ্রীজাত সহ সৃজিত মুখোপাধ্যায়ের আরও কিছু ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব। ছিলেন সৃজিত ও মিথিলার পরিবারের সদস্যরাও।  Zee ২৪ ঘণ্টার হাতে এসেছে সৃজিত ও মিথিলার বিয়ের ছবি।

আরও পড়ুন-হায়দরাবাদ গণধর্ষণে খতম ৪ অভিযুক্ত, পুলিসের প্রশংসায় প্রসেনজিৎ, দেব, নুসরত, মিমি

fallbacks

যদিও মিথিলার সঙ্গে সম্পর্কের কথা আগে কখনও প্রকাশ্যে আনেনি সৃজিত। এবিষয়ে সেভাবে কিছু বলতে শোনা যায়নি অভিনেত্রী রাফিয়াৎ রশিদ মিথিলাকেও। তবে শুক্রবার বিয়ের দিন মিথিলার প্রতি তাঁর ভালোবাসার কথা নিজের ইনস্টা হ্যান্ডেলে প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন সৃজিত। 

আরও পড়ুন-ধর্মযুদ্ধ: সামাজিক অস্থির পরিস্থিতির শিকার শুভশ্রী, ঋত্বিক, পার্নো, সোহমরা

তবে আগামী মার্চ মাসে বড় করে সৃজিত-মিথিলার রিসেপশন পার্টি দেওয়ারও পরিকল্পনা রয়েছে বলে শোনা যাচ্ছে।

Read More