Home> বিনোদন
Advertisement

আজই বিয়ে, তার আগে পাপারাৎজির ক্যামেরাবন্দি অভিনেত্রী কাজল আগরওয়াল

মাস্ক খুলে ক্যামেরার সামনে পোজও দিলেন অভিনেত্রী।

আজই বিয়ে, তার আগে পাপারাৎজির ক্যামেরাবন্দি অভিনেত্রী কাজল আগরওয়াল

নিজস্ব প্রতিবেদন : আজই বিয়ে (৩০ অক্টোবর)। তার আগে পাপারাৎজির ক্যামেরাবন্দি অভিনেত্রী কাজল আগরওয়াল। মাস্ক খুলে ক্যামেরার সামনে পোজও দিলেন অভিনেত্রী।

পরনে গোলাপী সালোয়ার, গায়ে মিন্ট রঙের ওড়নায় দেখা মিলল শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলা অভিনেত্রী কাজলকে। শুক্রবার মুম্বইয়ের বাড়ির সামনে ক্যামেরাবন্দি হলেন তিনি। কাজলের হাতে চূড়া বাঁধাও ছিল, তবে সেটি ছিল সাদা কাপড়ে বাঁধা। হাতে শোভা পাচ্ছিল মেহেন্দি। অভিনেত্রীর সঙ্গে দেখা গেল তাঁর মা-কেও। 

আরও পড়ুন-''কেটে টুকরো টুকরো করে ফেলব, দেখব কী করতে পারিস'', টেলি অভিনেতাকে প্রাণনাশের হুমকি

fallbacks

এদিকে বৃহস্পতিবারই সম্পন্ন হয়েছে অভিনেত্রী কাজল আগরওয়ালের গায়ে হলুদের অনুষ্ঠান। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় উঠেও এসেছে। শুক্রবার কাজল নিজেও গায়ে হলুদের অনুষ্ঠানের ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন। গায়ে হলুদের অনুষ্ঠানে হলুদ সালোয়ার কামিজ ও ফুলের গয়নায় সেজে ছিলেন অভিনেত্রী কাজল আগরওয়ালকে। গায়ে হলুদে ফিল্মি গানে জমিয়ে নাচতেও দেখা যায় অভিনেত্রীকে। কিছুদিন আগে কাজল আগরওয়াল নিজেই হবু বর গৌতমের সঙ্গে অনুরাগীদের আলাপ করিয়েছিলেন। জানা যাচ্ছে, কাজল আগরওয়ালের হবু বর একজন ব্যবসায়ী, ইন্টিরিওর ডিজাইনার,  ই-কমার্স প্ল্যাটফর্ম ডিসার্ন লিভিংয়ের মালিক। 

আরও পড়ুন-কাজল আগরওয়ালের গায়ে হলুদ, জমিয়ে নাচলেন অভিনেত্রী, মাস্ক পরে অনুষ্ঠানে অতিথিরা

Read More