জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত মার্চ মাসেই প্রয়াত হয়েছেন কাজলের (Kajol) কাকা দেব মুখোপাধ্যায় (Deb Mukherji), যিনি পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের (Ayan Mukherji) বাবা। সেই শোক কাটতে না কাটতেই ফের মুখার্জি বাড়িতে শোকের ছায়া। এবার চলে গেলেন বলিউডের আরেক খ্যাতনামা পরিচালক রণ মুখোপাধ্যায় (Rono Mukherji)। যিনি অভিনেত্রী শর্বানী মুখোপাধ্যায়ের বাবা।
আরও পড়ুন- Weather Update: আর মাত্র কয়েক ঘণ্টা, গতি বাড়িয়ে ধেয়ে আসছে দুর্যোগ! কখন-কোথায় ল্যান্ডফল?
মৃত্যুকালে রণ মুখোপাধ্যায়ের বয়স হয়েছিল ৮৩ বছর। বয়সজনিত কারণ ছাড়াও হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়েছে বলেই খবর। দেব মুখোপাধ্যায় থেকে শুরু করে রণ মুখোপাধ্যায়, দুজনেই যুক্ত ছিলেন নর্থ বম্বে দুর্গাপুজোর সঙ্গে। একই বছরে চলে গেলেন দুই ভাই। কার্যত মন খারাপ গোটা পরিবারের। এদিন নর্থ বম্বে পুজো কমিটি থেকে জারি করা হয়েছে বিবৃতি। সেখানে লেখা, "গভীর শোক এবং ভারী হৃদয়ের সাথে, আমরা আপনাকে জানাচ্ছি যে রণ মুখার্জি, উত্তর বম্বে সার্বজনীন দুর্গা পূজার মুখার্জি ভাইদের সবচেয়ে বড়, তিনি এই পরলোকে পাড়ি দিয়েছেন।"
রণ মুখোপাধ্যায় বলিউডে বেশ কিছু কাজ করেছিলেন। হাইওয়ান থেকে তু হি মেরি জিন্দেগি - এছাড়াও নানা কাজ করেছেন তিনি। তাঁর পরিবারের দৌলতে বেশ চেনা মুখ ছিলেন পরিচালক। তিনি কাজল - রানী মুখার্জি এবং অয়ন মুখোপাধ্যায়ের কাকা, সম্রাট এবং শর্বানি মুখোপাধ্যায়ের বাবা। শেষকৃত্যে এসেছিলেন অনেকেই। তাঁর কাছের মানুষদের সঙ্গে যোগ দিয়েছিলেন বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ী এবং রেমা লাহিড়ী।
ছেলে সম্রাট বাবার শেষকৃত্য সম্পন্ন করেছেন। তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়, সন্তক্রুজ শশ্মানে। এসেছিলেন পরিচালক আশুতোষ গোয়ারিকরও। সম্পর্কে তিনি দেব মুখোপাধ্যায়ের জামাই। রণ মুখোপাধ্যায় শশধর মুখোপাধ্যায়ের পুত্র, যাকে ভারতীয় সিনেমার পাওনিয়র বলা হত। যদিও তিনি তাঁর ভাই দেব মুখোপাধ্যায় কিংবা জয় মুখোপাধ্যায়ের মতো জনপ্রিয় ছিলেন না, কিন্তু বাড়ির পুজোতে তিনি দায়িত্ব নিয়েই থাকতেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা পরিবারে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)