Home> বিনোদন
Advertisement

অজয় নয়, এই অভিনেতার প্রতি গোপন ভালোবাসা ছিল কাজলের! ফাঁস করলেন করণ

 কাজলের এই গোপন ভালোলাগার কথাই ফাঁস করে দিয়েছেন কাজলের বন্ধু করণ জোহর।

অজয় নয়, এই অভিনেতার প্রতি গোপন ভালোবাসা ছিল কাজলের! ফাঁস করলেন করণ

নিজস্ব প্রতিবেদন: অজয় দেবগণকে বিয়ে করে সুখী দম্পত্য জীবন কাটাচ্ছেন কাজল। অজয়-কাজলের প্রেমের গল্প হয়তবা অনেকেই শুনে থাকবেন। তবে এটা কি জানেন যে অজয় নয়, অন্য একজন বলিউড অভিনেতার প্রতি বিশেষ ভালোলাগা ছিল কাজলের। সম্প্রতি, কপিল শর্মার শোয়ে এসে কাজলের এই গোপন ভালোলাগার কথাই ফাঁস করে দিয়েছেন কাজলের প্রিয় বন্ধু করণ জোহর।

করণ জোহর বলেন, '' কাজলের সঙ্গে আমার আলাপ হয়েছিল ঋষি কাপুর অভিনীত হেনা ছবির প্রিমিয়ার পার্টিতে। সেসময় অক্ষয়কে ভীষণ পছন্দ ছিল কাজলের। গোটা পার্টিতে ও অক্ষয়কে খুঁজতেই ব্যস্ত থাকে। আমি ওর সঙ্গ দিয়েছিলাম। তবে অক্ষয়কে খুঁজে পাওয়া যায়নি। তবে কাজলের সঙ্গে আমার সুন্দর বন্ধুত্ব তৈরি হয়ে গেল। আমরা দুজনেই দক্ষিণ মুম্বইতে থাকতাম, তাই বন্ধুত্বটা জমে গেল। এরপর ইয়ে ইয়ে দিল্লাগি ছবিতে অক্ষয়ের সঙ্গে কাজ করেন কাজল। ''

আরও পড়ুন-ভোট দিলেন অমিতাভ, জয়া, ঐশ্বর্য, প্রিয়াঙ্কা, বরুণ সহ সমস্ত বলিউড সেলেবরা, দেখুন সমস্ত ছবি...

fallbacks

fallbacks

কাজলের সঙ্গে বন্ধুত্ব প্রসঙ্গে করণ আরও বলেন, '' কাজল কোনওদিনই আমার জন্মদিন মনে রাখতে পারতো না। ও নাহয় আমার জন্মদিনের একদিন আগে কিংবা একদিন পরে ফোন করতো।''

প্রসঙ্গত, কুছ কুছ হোতা হ্যায় থেকে কভি খুশি কভি গম, করণ জোহরের একাধিক ছবিতে অভিনয় করেন কাজল। 

আরও পড়ুন-ভোট দিতে চান ঋষি, সটান ফোন মার্কিন মুলুকের ভারতীয় দূতাবাসে

Read More