Home> বিনোদন
Advertisement

আলিয়া-বরুণ-আদিত্যর ত্রিকোণ প্রেমের আগুনে জ্বলবে 'কলঙ্ক'

 আলিয়া ভাটের জীবনে এখন সেই ত্রিকোণ প্রেমের ঝড়ই উঠেছে। 

আলিয়া-বরুণ-আদিত্যর ত্রিকোণ প্রেমের আগুনে জ্বলবে 'কলঙ্ক'

নিজস্ব প্রতিবেদন: ''রাগের মাথায় নেওয়া একটা সিদ্ধান্ত একসঙ্গে সকলের জীবন তছনছ করে দিল।'' স্বীকার করে নিলেন আলিয়া ভাট। ত্রিকোণ প্রেমের ঝড় সামাল দেওয়া যে বড়ই কঠিন। বিশেষ করে কোন পথে, কার সঙ্গে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, যখন সেই সিদ্ধান্ত নেওয়াই কঠিন হয়ে ওঠে। আর অভিনেত্রী আলিয়া ভাটের জীবনে এখন সেই ত্রিকোণ প্রেমের ঝড়ই উঠেছে। 

আরও পড়ুন-রনে ফ্রক, মাথায় লাল ফিতের বিনুনী, এ কেমন বেশে শুভশ্রী!

বিবাহিত মহিলারা যখন স্বামী, ঘর সংসারের বাইরে নিজের ভালোবাসাকে খুঁজে নিতে যান, তখন সমাজ সেটাকে প্রেমের বদলে পরকীয়া হিসাবেই বেশি চিহ্নিত করা হয়। আর এখনও এদেশের সমাজ বিবাহিত মহিলার পরকীয়াকে 'কলঙ্ক' বলেই আঙুল তোলে। আলিয়া ভাটের সঙ্গেও ঠিক এমনটাই ঘটেছে। 

ঠিক বুঝলেন না তো?

ভাবলেন আলিয়া ভাট আবার কীভাবে পরকীয়ায় জড়ালেন? ত্রিকোণ প্রেমই বা কোথা থেকে এল? এসবই তাঁর জীবনে এসেছে তাঁর আগামী ছবি 'কলঙ্ক'-এর দৌলতে। বুধবার প্রকাশ্যে এসেছে কলঙ্কের ট্রেলার। যেখানে আলিয়ার জীবনে একদিকে দাঁড়িয়ে প্রেমিক বরুণ, অন্যদিকে স্বামী আদিত্য রায় কাপুর। ঠিক কাকে বেছে নেবেন তা ঠিক বুঝে উঠতে পারছেন না আলিয়া, থুড়ি রূপ। 'কলঙ্ক'-এ আলিয়ার চরিত্রের নাম রূপ। আর তাঁর স্বামী দেবের ভূমিকায় দেখা গেছে আদিত্য রায় কাপুরকে। আর প্রেমিক জাফরের ভূমিকায় বরুণ ধাওয়ান। ট্রেলার। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে সোনাক্ষী সিনহা ও মাধুরী দীক্ষিতকে। 

আরও পড়ুন-সুইমস্যুটে যেন জলপরি দিতিপ্রিয়া

'কলঙ্ক'-এর ট্রেলার দেখে একটা কথা তো স্পষ্ট ছবিতে ত্রিকোণ প্রেমের আগুনে জ্বলবেন আলিয়া-বরণ-আদিত্য। পাশাপাশি রূপ-জাফর (আলিয়া-বরুণ) হিন্দু-মুসলিম প্রেম সেই আগুনে আরও কিছুটা  ঘৃতাহুতি দেবে। দেখুন...

ছবির ট্রেলারের পাশাপাশি মন কেড়েছে 'কলঙ্ক' ছবির দুটি গান এক 'ঘর মোরে পরদেশিয়া', 'কলঙ্ক নেহি ইয়ে ইশক হ্যায়'।

আগামী ১৭ এপ্রিল মুক্তি পাচ্ছে আলিয়া-বরুণ-আদিত্যর ত্রিকোণ প্রেমের 'কলঙ্ক'। যে কলঙ্কের ভাগীদার হতে তৈরি সিনেমাপ্রেমী দর্শকরাও। 

আরও পড়ুন-প্রি-হানিমুন!মালদ্বীপে একসঙ্গে ছুটি কাটালেন অর্জুন-মালাইকা

Read More