Home> বিনোদন
Advertisement

Covid Vaccine নিলেন Kamal Haasan

ছবিও শেয়ার করেন কমল হাসান 

Covid Vaccine নিলেন Kamal Haasan

নিজস্ব প্রতিবেদন: ​করোনার টিকা নিলেন কমল হাসান (Kamal Haasan)। দেশ জুড়ে টিকাকারণের দ্বিতীয় দিনে ভ্যাকসিন নেন দক্ষিণী ফিল্মস্টার। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবিও প্রকাশ করেন 'বিশ্বরূপম' অভিনেতা। 

এদিকে তামিলনাড়ুতে (Tamil Nadu) নির্বাচনের প্রচার শিগগিরই শুরু করবেন কমল হাসান। মার্চ মাস থেকেই প্রচার শুরু করবেন অভিনেতা। প্রসঙ্গত আগামী ৬ এপ্রিল তামিলনাড়ুতে এক দফাতেই ভোটগ্রহণ করা হবে। রাজ্যকে দুর্নীতিমুক্ত করতে, এবার স্বচ্ছ নির্বাচনের প্রয়োজন। সেই কারণেই এবার তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের আগে কমল হাসান নিজে প্রচার করতে চান বলে জানান।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

এদিকে এর আগে বলিউড অভিনেত্রী শিল্পা শিরোদগর করোনার (Corona) টিকা নেন। যদিও দুবাইতে বসে করোনার টিকা নেন শিল্পা। পরপর ২ ডোজ নেওয়ার পরও তিনি সুস্থ, স্বাভাবিক রয়েছেন বলে জানান শিল্পা। বলিউড অভিনেত্রী শিল্পার পর এবার করোনার টিকা নেন কমল হাসান।

আরও পড়ুন : 'আত্মনির্ভর' কীভাবে হবে? গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে তোপ Mimi-র

সোমবার টিকাকরণের প্রথম দিনে করোনার টিকা নেন প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দিল্লির AIIMS হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, টিকা নিয়ে এবার গোটা দেশকে করোনামুক্ত করতে হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

Read More