Home> বিনোদন
Advertisement

Kanchan Mullick: কাঞ্চন-শ্রীময়ীর জীবনে নতুন রোশনাই, 'লক্ষ্মী' এল ঘরে

Kanchan Mullick: বাবা হয়ে খুশিতে আত্মহারা কাঞ্চন। সংবাদমাধ্যমে তিনি বলেন, ঘরে লক্ষ্মী এসেছে। মা ও মেয়ে দুজনেই সুস্থ রয়েছে। শ্রীময়ীকে বলেছিলাম খবরটা চেপে রাখতে

Kanchan Mullick: কাঞ্চন-শ্রীময়ীর জীবনে নতুন রোশনাই, 'লক্ষ্মী' এল ঘরে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীপাবলি পেরিয়ে গেলেও কাঞ্চন-শ্রীময়ীর ঘরে নতুন আলোর রোশনাই। বিয়ের ন'মাসের মাথায় শ্রীময়ীয় কোলে এল 'লক্ষ্মী'। বাবা হলেন কাঞ্চন মল্লিক। শনিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিলেন শ্রীময়ী চট্টরাজ। মেয়ের নাম রাখলেন কৃশভি।

আরও পড়ুন-"ওঁরা বোঝেনই না অভিনয় বিষয়টাকে", বিস্ফোরক শাহরুখ!

বাবা হয়ে খুশিতে আত্মহারা কাঞ্চন। সংবাদমাধ্যমে তিনি বলেন, ঘরে লক্ষ্মী এসেছে। মা ও মেয়ে দুজনেই সুস্থ রয়েছে। শ্রীময়ীকে বলেছিলাম খবরটা চেপে রাখতে। কিন্তু শেষপর্যন্ত তা ফাঁস হয়ে গিয়েছে। মাঝে শ্রীময়ী একটু অসুস্থ হয়ে পড়েছিল। তবে এখনও ওরা দুজনেই সুস্থ রয়েছে।

fallbacks

মেয়ের নাম কী রাখলেন? কাঞ্চন জানিয়েছেন, মেয়ের নাম রাখা হয়েছে কৃশভি।  ওকে পেয়ে আমরা খুবই খুশি। মা লক্ষ্মী ঘরে এল। আজ অন্নকূট। ও মা লক্ষ্মী। ও যেন ভালো থাকে। সবাই ওর জন্য প্রার্থনা করুন।

এবছর মার্চ মাসে বিয়ের সারেন কাঞ্চন ও শ্রীময়ী। এনিয়ে বেশ হইচই হয়েছিল। তারপর এই নমাসের মাথায় দুজন থেকে তিন জন হলেন। আপাতত দিন পাঁচেক হাসপাতালে থাকতে হবে মা ও শিশুকে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More