Home> বিনোদন
Advertisement

ফিল্মফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদে কঙ্গনা রানাওয়াতের ছবিটা দেখেছেন?

ফিল্মফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদে কঙ্গনা রানাওয়াতের ছবিটা দেখেছেন?

ওয়েব ডেস্ক: আপনি কি কঙ্গনা রানাওয়াতকে খুব পছন্দ করেন? আপনি পছন্দ করুন আর না-ই করুন, বলিউডের এই অভিনেত্রী কিন্তু প্রায় সবসময়ই খবরে থাকেন। সেটা ফিল্মে ভাল অভিনয় করার জন্যই হোক অথবা, স্বজন পোষন তত্ত্ব, সবকিছুতেই নিজের স্পষ্ট মত জানান কঙ্গনা।

আরও পড়ুন সলমনের ছেড়ে ‌যাওয়া '‍চটি'‍তে পা গলালেন বরুণ!

আবারও খবরে কঙ্গনা রানাওয়াত। এবার অবশ্য অন্য কারণে। আসলে ফিল্মফেয়ার ম্যাগাজিনের সেপ্টেম্বর সংখ্যার প্রচ্ছদে রয়েছে তাঁরই ছবি। সোনালি রঙের পোশাকে কঙ্গনাকে দেখতে বড্ড ভাল লাগছে। তিনবার জাতীয় পুরস্কার জেতা অভিনেত্রী এখন ব্যস্ত রয়েছেন দ্য কুইন অফ ঝাঁসি ফিল্মের শুটিংয়ে। এই সেপ্টেম্বরেই রিলিজ করবে তাঁর পরবর্তী ফিল্ম, সিমরান। তার আগে দেখে নিন, ফিল্মফেয়ার ম্যাগাজিনে কঙ্গনা রানাওয়াতের সেই ছবি।

fallbacks

আরও পড়ুন  প্রিন্স নরুলার সঙ্গে প্রেম করছেন যুবিকা? সত্যিটা নিজেই জানালেন

Read More