Home> বিনোদন
Advertisement

এবার চুরি করবেন কুইন কঙ্গনা রানাওয়াত!

ওয়েব ডেস্ক:  তিনি পর্দায় আসা মানেই নতুন কিছু। কেরিয়ারের শুরুর দিকের সেই গ্যাংস্টারই হোক অথবা কুইন, কিংবা তন্নু ওয়েডস মন্নু। কঙ্গনা রানওয়াতের অভিনয় বা উপস্থিতি মুগ্ধ করে সিনেমাপ্রেমীদের। এবার কঙ্গনাপ্রেমীদের জন্য রয়েছে সুখবর। কারণ, এবার হনসল মেহেতার ছবিতে দেখা যাবে কুইন কঙ্গনা রানাওতকে। ছবির নাম সিমরন।

 এবার চুরি করবেন কুইন কঙ্গনা রানাওয়াত!

ওয়েব ডেস্ক: ওয়েব ডেস্ক:  তিনি পর্দায় আসা মানেই নতুন কিছু। কেরিয়ারের শুরুর দিকের সেই গ্যাংস্টারই হোক অথবা কুইন, কিংবা তন্নু ওয়েডস মন্নু। কঙ্গনা রানওয়াতের অভিনয় বা উপস্থিতি মুগ্ধ করে সিনেমাপ্রেমীদের। এবার কঙ্গনাপ্রেমীদের জন্য রয়েছে সুখবর। কারণ, এবার হনসল মেহেতার ছবিতে দেখা যাবে কুইন কঙ্গনা রানাওতকে। ছবির নাম সিমরন।

আরও পড়ুন জেনেই হোক অথবা না জেনেই, নীল আলো শহরে বসানোর জন্য ধন্যবাদ দিতে চাই মুখ্যমন্ত্রীকে

ছবিতে কঙ্গনাকে দেখা যাবে ব্যাঙ্ক ডাকাতি করতে। কঙ্গনা এবার চোরের ভূমিকায়। আমেরিকার  আটলান্টায় তাই ছবির ওয়ার্কশপে ব্যস্ত তিনি। বেশকিছু সত্য ঘটনা ওপর আধারিত এই ছবি। নার্স সন্দীপ কৌরের ব্যাঙ্ক ডাকাতির ঘটনাও দৃশ্যায়িত হবে এই ছবিতে।

আরও পড়ুন  যাঁর জন্মদিনে ১৩০ কোটির দেশের আজ ক্রীড়াদিবস, তাঁকেই জানবেন না?

Read More